Buy IP

********** Welcome to Buy ip **********

Saturday, May 14, 2016

রাস্তার খাবার



দশ বছর বয়সী এক ছেলে ১৫ দিন আগে আনারস খেয়ে অসুস্থ হয়ে পড়ল,
ঠিক ঐদিন থেকেই।
পরবর্তীতে ছেলেটিকে যখন ডাক্তারের
কাছে নিয়ে গিয়ে পরিক্ষা করা হলো, তখন তার শরীরে এইডস ধরা পড়ল।
ছেলেটির বাবা-মা তো বিশ্বাসই
করতে পারছিল না। তারপর তারা পুরো পরিবার পরিক্ষা করাল কিন্তু কারো দেহেই এইডস খুজে পাওয়া গেল না। তাই ডাক্তার পুনরায় পরিক্ষা করল
ছেলেটিকে এবং সে এরকম কিছু খেয়েছিল কিনা জিজ্ঞেস
করায় ডাক্তারকে ছেলেটি বলল,
সেদিন সন্ধ্যায় আনারস খেয়েছিল।
সাথে সাথে হাসপাতাল থেকে এক দল
চিকিৎসক গেল সেই আনারস
বিক্রেতার কাছে এবং তারা সেই আনারস বিক্রেতার হাতে ক্ষতস্থান খুজে পেল, যেখান থেকে রক্ত বের হয় আনারসের সাথে মিশতেছিল।
তারা বিক্রেতার রক্ত পরিক্ষা করে তার শরীরে এইডসের জিবানু খুজে পেল, কিন্তু লোকটা জানত না। দূর্ভাগ্যবসত
ছোট্ট ছেলেটি এখন এইডস রোগে ভুগছে!
দয়া করে রাস্তার খাবার খাওয়ার পূর্বে অতিরিক্ত শতর্ক হবেন এবং এই সংবাদটি ছড়িয়ে দিন
আপনার প্রিয়জনদের
কাছে। কে যানে আপনার একটি শেয়ার
হয়তোবা একটি জীবন
রক্ষা করতে পারে।


No comments:

Post a Comment