
দেহের সাথে আত্নার যেমন সম্পর্ক। একজন সৎ মায়ের আদর্শ নারীর সাথে পর্দার তেমন সম্পর্ক।
প্রান ছাড়া যেমন দেহকে বাঁচানো সম্ভব না। ঠিক তদ্রূপ পর্দা ছাড়া নারীর ইজ্জত রাক্ষা করাও সম্ভব না।
"
দেহের সাথে মাথার যেমন সম্পর্ক
নারীর সতিত্বের সাথে পর্দার তেমন সম্পর্ক।
কেউ যদি বলে আমার দেহ থেকে মাথাকে বিচ্ছন্ন করলেও আমি চিবিত থাকতে পারি, এ কথাটি বিশ্বাস করা যেমন বোকামী।
ঠিক তদ্রূোপ কোন নারী যদি বলে আমি পর্দা না করলেও আমার চরিত্র বা সতিত্ব অক্ষুণ্ণ আছে এ কথাটি বিশ্বাস করা তার থেকে আরো বেশি বোকামী।
কারন পর্দা আর সতিত্ব অবিচ্ছিন্ন একটি অংশ।
Yes Or no???
No comments:
Post a Comment