Buy IP

********** Welcome to Buy ip **********

Sunday, May 1, 2016

মজার তথ্য



বৈবাহিক জীবন ৫০বছর হলে সেই দম্পতিকে প্রেসিডেন্ট পদক দেয়া হয় - পোল্যান্ডে !
বিশ্বের সবচাইতে ধনী ৩ জন লোকের মোট টাকার পরিমান গরীব ৪৮ টি দেশের মোট টাকার চাইতেও বেশি।
য়েস্ট ইন্ডিজ লিজেন্ড স্যার গ্যারি সোবার্স একমাত্র ব্যাক্তি যিনি ক্রিকেট এবং ফুটবল উভয় বিশ্বকাপ খেলেছেন।
Underground একমাত্র শব্দ যার শুরু এবং শেষে und অক্ষরগুলো আছে।
জিদান তার পুরো ক্যারিয়ারে কখনও অফসাইড হন নি!
বিষ প্রয়োগে ঢলে পড়ার সময় পিঁপড়া সবসময় তার ডান দিকে ঢলে পড়ে! ইঁদুর আর ঘোড়া কখনো বমি করেনা!
বাদুড়ের পায়ের হাড্ডি এতটাই নরম যে, এরা হাঁটতে পারে না!
গরুর গন্ধশক্তি প্রবল। এটি প্রায় ৬ মাইলদূর থেকে কোনো কিছুর গন্ধপেতে পারে!
মানুষের শরীরের রক্ত শরীরের ভেতর প্রতিদিন ১৬ লাখ ৮০ হাজার মাইল সমান পথ অতিক্রম করে।
গ্যালিলিও দূরবীন আবিষ্কার করার আগে মানুষ খালি চোখে আকাশে মাত্র পাঁচটি গ্রহ দেখতে পেতো!
সিংগাপুর মানে সিংহের শহর, কিন্তু প্রাকৃতিকভাবে সেখানে সিংহ নাই।
মানুষ এবং কলার ডিএনএর মধ্যে প্রায় 50 শতাংশ মিল আছে।
মধু হজম করা সহজ কারণ মৌমাছি তো খাবারটা একবার হজম করে আপনার জন্য রেখেছে।
যুক্তরাষ্ট্রে প্রতি ঘন্টায় প্রায় সাড়ে ১২ হাজার করে কুকুর বিড়ালের বাচ্চা জন্ম নেয় ।
প্রতি বছর গড়ে উঃ আমেরিকার বাচ্চারা হাফ বিলিয়ন ডলার খরচ করে চুইং গাম কিনতে।
পৃথিবীতে মাত্র তিনটা দেশ সাহারা মরুভূমির চেয়ে বড়, দেশগুলো হলো - রাশিয়া, চীন ও কানাডা !
ব্রাজিলের Monumental Axis সবচেয়ে প্রসস্ত রাস্তা যেখানে একসাথে ১৬০টি কার চলতে পারে।
তথ্য বেশি হয়ে গেলে মানুষের মস্তিষ্ক ইচ্ছা করেই অনেক তথ্য ভুলে যায়, যাতে সে নতুন তথ্য সংরক্ষণ করতে পারে।
যমজ ছাড়া পৃথিবীর প্রত্যেকটি মানুষের শরীরের গন্ধ আলাদা।


No comments:

Post a Comment