
চার ধরনের মেয়ে বিয়ে করলে সংসারে সুখ হবেনা। _____ইমাম গাজ্জালী (রঃ)
১) আহেরাঃ- তাদেরকে বলে, যারা রূপের চর্চা করে। এই জাতীয় মেয়ে যারা বিয়ে করবে তাদের সংসারে সুখ হবেনা।
২) নাদিছাঃ- নাদিছা তাদের বলা হয় যারা শুধু রূপের চর্চা করেনা বরং রূপের
অহংকারও করে। বললে বুঝতে পারবেন চামড়া একটু ফর্সা তাদের পাশে যদি কাল মেয়ে যায়, তবে তাকে মেয়েই মনে করে না। কারন অহংকার ওদের মনে। এদের বিয়ে করলে সংসারে সুখ হবেনা।
৩) মুত্তালিহাঃ- মুত্তালিহা বিশ্লেষণ করতে গেলে আগে তাদের পরিচয় দেয়া লাগবে।
স্ত্রীদের মধ্যে ২টা ডায়লগ আছে
১. তুমি আমারে কি দিলে?
২. আমি বলেই তোমার ভাত খাচ্ছি
অন্য কেউ হলে চলে যেতো!
এরা স্বামীর অবাধ্য হয়। স্বামীকে খোটা দেয় যে তা বুঝতে আর বাকি আছে ভাইয়া?
এ জাতীয় মেয়ে দ্বারা কখনও সংসারে সুখ আসতে পারেনা।
৪) মুবারিয়াঃ- মুবারিয়া হল তারা, যারা মনে করে স্বামী থাকলে ভাল, আর স্বামি না থাকলে তাদের ইজ্জত মান সব গেল। তারা বেহায়াপনা বেপর্দায় চলাফেরা করে। এ জাতীয় মেয়েরা সংসারের গদিতে আগুন জ্বালাবে একসাথে।
No comments:
Post a Comment