Buy IP

********** Welcome to Buy ip **********

Thursday, May 5, 2016

সত্য ঘটনা



একটি_উপদেশমূলক_সত্য_ঘটনা ।
একজন সম্ভ্রান্ত নারীর বিয়ে হল ইসমাইল নামে একজন পুরুষের সাথে। যিনি ছিলেন একজন পরহেযগার, আল্লাহওয়ালা এবং বড় আলেম। তিনি হজরত ইমাম মালেক (রহঃ) এঁর শিষ্য ছিলেন।
.
বিয়ের ফলশ্রুতিতে আল্লাহ তায়ালা তাদের একটি ছেলে দান করেন। তার নাম রাখেন মোহাম্মাদ। বিয়ের কয়েক বছরের মাথায়
স্বামী ইসমাইল ইন্তেকাল করেন। তবে তিনি স্ত্রী-পুত্রের জন্যে যথেষ্ট সম্পদ রেখে যান।
.
মায়ের আশা তার ছেলে হয়ে পিতার মত বড় আলেম হবে। তার জ্ঞানের আলো পুরো পৃথিবীতে ছড়িয়ে যাবে। কিন্তু ছেলের জ্ঞান অর্জনের পিছনে বাধা হয়ে দাড়ালো তার অন্ধত্ব। ফলে মায়ের দুঃখের সীমা থাকল না। এখন মায়ের কাছে একটাই পথ খোলা,
তা হল আল্লাহর কাছে ছেলের জন্য দোয়া করা। তাই মা ছেলের জন্য আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন।
.
অতঃপর এক রাতে স্বপ্ন দেখেন যে, তাকে বলা হচ্ছে, তোমার ছেলের চোখ ভালো হয়ে গেছে।
.
সকালে যখন তার ছেলে ঘুম থেকে জেগে উঠে, তখন মা দেখলেন তার ছেলের চোখ সত্যিই ভালো হয়ে গেছে।
.
আপনারা কি জানেন, এই দোয়া প্রার্থনাকারী মা কে ছিলেন ?
.
তিনি ছিলেন হজরত ইমাম বোখারী (রহঃ) এঁর মাতা।
.
আল্লাহ তায়ালা ইমাম বোখারী (রহঃ) এঁর মায়ের দোয়ার বদৌলতে তাঁর অন্ধত্ব দূর করে দেন এবং মায়ের দোয়ার বদৌলতে
আল্লাহ ইমাম বোখারী (রহঃ) কে এমন জ্ঞান দান করেন যে,
তাঁর লেখা হাদিস গ্রন্থ বোখারী শরীফকে' বিশুদ্ধতার দিক দিয়ে পবিত্র কোরআনের পরেই কিতাবটির অবস্থান ধরা হয়।
.
আর মায়ের দোয়ার বদৌলতে ইমাম বোখারী হয়ে গেলেন সকল হাদীসবীদদের ইমাম (নেতা)। তাইতো হাদীসে বলা হয়েছে, আল্লাহর সন্তুষ্টি পিতা-মাতার সন্তুষ্টির মধ্যে নিহিত।
.
উপদেশঃ‬ যাদের পিতা-মাতা বেঁচে নেই মহান আল্লাহ তায়ালা তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন। আর যাদের পিতা মাতা বেঁচে আছেন, তাদেরকে নেক হায়াত ও বেশী বেশী খিদমত করার তৌফিক দান করুন।


No comments:

Post a Comment