
একদিন হযরত মূসা (আঃ)
আল্লাহকে জিঙ্গেস করলেন "হে আল্লাহ
আপনি যখন খুশী হন তখন কি করেন? "তখন আল্লাহ তা আলা বললেনঃ "আমি তোমাদের উপর বৃষ্টি বর্ষন করি। " তখন মূসা আঃ আবার প্রশ্ন। করলেনঃ "আর যখন আপনি এরচেয়ে বেশি খুশি হন তখনকি করেন "? উত্তরে আল্লাহ তাআলা বলেন"তখনআমি তোমাদের
ঘরে মেহমান প্রেরণ করি " মূসা (আঃ) আবার প্রশ্ন করলেন"হে আল্লাহ আপনি যখন সব
চাইতে বেশি খুশী হন তখন। কি করেন।
"অতঃপর আল্লাহ তাআলা জবাব দেন"আমি তোমাদের ঘরে কন্যা সন্তান দান করি"।
No comments:
Post a Comment