
এক লোক একটি কাঠাল
কিনলো, এবং কাঠালটি
অর্ধেক
খেলো,
বাকী অর্ধেক সে ঘরের এক
কোনে রেখে দিল।
এবং ঘরের চতুর্দিকে সে বড় বড়
করে লিখলো,.
এই কাঠালের উপর যদি কোন
মাছি বসে,
তাহলে তাকে ফাসিঁ দেওয়া
হবে,
তাকে যাবজ্জীবন কারাদণ্ড
দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি
অনেক
কিছু
লিখলো।
আচ্ছা বলুন তো মাছিরা কি এই
সমস্ত
আইনের কথা ভেবে
কাঠালেরে উপর
বসা ছেড়ে দিবে?
অবশ্যই না।কিন্তু যদি
কাঠালটি কোনো ঢাকনা
দিয়ে ঢাকা হয়,
তাহলে তার উপর
কোনো মাছি বসবে না।
চাইলেও বসতে পারবে
না।
এই ভাবেই আমাদের
দেশে নারীদেরকে ধর্ষন,
ইভটিজিং থেকে রক্ষা
কারার জন্য
এতো আইন কারার প্রয়োজন
নেই,
শুধু
পর্দার আইন করলেই চলবে।
No comments:
Post a Comment