Buy IP

********** Welcome to Buy ip **********

Wednesday, May 18, 2016

শৈশবে

একদিন এক বৃদ্ধ পিতা তার ৩০ বছর বয়স্ক সন্তান কে নিয়ে বারান্দায় বসে আছে এসময় একটা চড়ুই এসে বসলো ওখানে। বাবা সন্তান কে বললেন- ওটা কি?
সন্তান বলল- ওটা চড়ুই
...
বাবা ২ মিনিট পর পুনরায় জিজ্ঞেস
করলেন ওটা কি?
সন্তান বিরক্তের সাথে জবাব দিল
ওটা হল চড়ুই বললাম তো
১০ মিনিট পর বাবা আবার এক ই প্রশ্ন করলেন এবার সন্তান রেগে ধমক দিল তার বাবা কে !
তোমার সমস্যা কি ? এক কথা কয়বার বল !!!
বাবা আস্তে করে উঠে গেলেন ওখান
থেকে,ঘর থেকে নিয়ে আসলেন তার
নিজের একটা ডাইরি
যেখানে তিনি তার সব ভালো
লাগা-মন্দ লাগা লিখে রাখেন
পাতা উল্টাতে থাকেন নিজে-
একটা পাতায় থমকে দারালেন বাবা

কি লেখা ওতে?
"সন ১৯৮৬, ২১ নভেম্বর
আমার ছোট্ট ছেলেটা আজ বারান্দায় আমার সাথে বসে অনেক ক্ষণ দুষ্টামি করল, একটা কাক কে দেখে সে আজ ২৩ বার আমায় প্রশ্ন করে চলেছে ওটা কি, ওটা কি, আমি ২৩ বার জবাব দিলাম, এরপর ও
ক্ষান্ত হল,চুপ হল-অকে বুকে জড়িয়ে
ধরলাম smile emoticon"
পড়তে পড়তে ভদ্রলোক এর চোখ দিয়ে অশ্রু গরিয়ে পরল
** যেই লোক তার শিশু সন্তান এর
২৩ বার এর প্রশ্নেও বিরক্ত না হয়ে বরঞ্চ আদরে জড়িয়ে ধরেছেন, তারই বৃদ্ধ বয়সের ৩ বার এর জবাবে খেতে হয় ধমক !!!
,
শৈশবে যে হাত এর সহায়তায় বেড়ে
উঠেছেন, বাহু বল শক্ত হল বলে
বার্ধক্যে তাকে একা করে ফেলে
দেবেন না দয়া করে।।



No comments:

Post a Comment