আসুন জেনে নেই একটি হেলিকপ্টার এর মূল অংশগুলো কি কিঃ
- মেইন রোটর।
- টেইল রোটর।
- টেইল ফিনস।
- টেইল বুম।
- স্কীডস।
- ক্যানোপি।
- মাফলার
- ককপিট।
- ইঞ্জিন।
- কেবিন।
- ফুয়েল ট্যাংক
মেইন রোটর
হেলিকপ্টার এর উপরে দুটি ব্লেড এর সমন্বয়ে গঠিত যে রোটরটি(ঘুর্ণন পাখা) এটিকেই মেইন রোটর বলা হয়। মেইন রোটরে মূলত দুটি ব্লেড দেখা গেলেও এতে আরো রয়েছে স্পাইডার, স্লাইডার, ড্যাম্পার, পিচ কন্ট্রোল রোড, মাস্ট, এক্সটেনশন রোড, স্কিসরস আসি, সোয়াশ প্লেট, ফাইবার এবং প্যাডেল।কাজঃ
- ইঞ্জিন এবং এর সমন্বয়েই হেলিকপ্টার চালিত হয়।
- এটি হেলিকপ্টার এর ভারসাম্য রক্ষায় সহায়তা করে।
- এছাড়াও এটি হেলিকপ্টারকে উপরে উঠা ও নিচে নামায় মুখ্য ভূমিকা পালন করে।
টেইল রোটর
হেলিকপ্টার এর পেছন দিকে যে ছোট আরেকটি রোটর থাকে এটিকে বলা হয় টেইল রোটর। মূলত হেলিকপ্টার এর লেজের দিকের রোটর বলে এটিকে বলা হয় টেইল রোটর।কাজঃ
- এর মূল কাজ হলো পাশ থেকে কোন বাতাস এসে যেন হেলিকপ্টার এর ভারসাম্য নষ্ট না করে এবং মেইন রোটর এর কাজে বিঘ্ন না ঘটায়।
- এছাড়া এটি হেলিকপ্টার এর মোড় নিতেও সহায়তা করে।
টেইল ফিনস
আমার জানামতে এই অংশটি সব হেলিকপ্টার এ থাকে না। পেছনে স্থির ব্লেড যা অনেকটা বিমানের ব্লেড এর মত তবে অনেক ছোট এটাই হল টেইল ফিনস। এটা ভারসাম্য রক্ষার জন্য তৈরী।
No comments:
Post a Comment