বোখারী শরীফ, দ্বিতীয় খণ্ড, পৃষ্ঠা ২৯৩
দ্বাদশ অধ্যায়
রিজিক কোশাদাহ হওয়ার আমল
১০৬৫। হাদিছঃ-
অর্থ- আনাছ (রঃ) বর্ণনা করিয়াছেন,
আমি রসুলুল্লাহ (সাঃ) কে বলিতে শুনিয়াছি – যে ব্যক্তির আকাংখা থাকে যে, তাহার
খাওয়া পরায় স্বাচ্ছন্দ্য ও ধনসম্পদে প্রশস্ততা লাভ হউক এবং তাহার মৃত্যুর পরেও
তাহার সুনাম বাকি থাকে তাহার কর্তব্য হইবে আত্মীয়দের সহিত সুষ্ঠূরূপে আত্মীয়তা
বজায় রাখিয়া চলা।
No comments:
Post a Comment