
অবিস্মরণীয় সময়ের সেরা উক্তি!
নারীরা তো প্রতিটি ঘরের চেয়ারম্যান:
বললেন আল্লামা আহমদ শফী!
___
স্মরণকালের সেরা উক্তিতে আল্লামা আহমদ
শফী বলেন, তারা শুধু বসে বসে অর্ডার
করবে আর বাপ, ভাই, স্বামী এরা তাদের অর্ডার
পালন করবে। সুতরাং তাদের মার্কেটে কিংবা
বাজারে যাওয়া নিষ্প্রয়োজন! কারণ তারা প্রতিটি
ঘরের চেয়ারম্যান।
.
অথচ এই চেয়ারম্যানরা বুঝে না, তারা চেয়ারম্যানগিরি
বাদ দিয়ে শুধু চাকরের ভূমিকায় অবতীর্ণ হতে
চায়! নিজেদের সম্মানকে নিজেরাই কোরবানি
করে দিতে চায়! মার্কেট শপিংমলগুলুতে এখন
পুরুষদের প্রবেশও দায়! সেখানে নারী আর
নারী!
অথচ নারীদের কতো সম্মান! তা তারা বুঝে না!
.
আল্লামা শাহ আহমদ শফী সাহেব নারীদের
সম্মানের ব্যাপারে কথা বলেন বিধায়
একশ্রেণীর প্রগতিবাদী কু-শিক্ষিত নারীরা
উনার বিরুদ্ধে শ্লোগান তোলে! বলে উনি
নাকি তেতুল হুজুর! তাজ্জব ব্যাপার! আশ্চর্য!
.
হে প্রগতিবাদীরা, দেখো তোমাদের
কতো সম্মান, নিজেদের সম্মানের ব্যাপারে
নিজেরাই সচেতন হও। তোমাদের সম্মান
পুরুষের কাঁধে কাঁধ মিলিয়ে অফিস আফালতে কাজ
করা নয়। তোমাদের সম্মান ঘরে, পর্দার
ভিতরে।.;
No comments:
Post a Comment