Buy IP

********** Welcome to Buy ip **********

Sunday, July 24, 2016

চিল্লা



এক আরব মাওলানা তারিক জামিল কে জিজ্ঞেস
করল, "আপনারা চিল্লা কোথায় পেয়েছেন?"

মাওলানা বললেন, "ঠিক আছে আপনি ৪৫ দিনের
জন্য বের হন, তবু তর্ক থেকে বিরত থাকুন।"

"এটা বিবাদ করার মত কোনো বিষয় নয়। তরবিয়তের জন্য সময় দরকার। চিল্লা সময়ের একটি ব্যবস্থাপনা মাত্র। আসল হল তরবিয়ত। চিল্লার কোনো বৈশিষ্ট্য নেই। আমরা তরবিয়তের জন্য চিল্লা, তথা ৪০ দিন ঠিক করে নিয়েছি।"

আরব জিজ্ঞেস করল, "চিল্লা কোথায় পেলেন?"

👉মাওলানা বললেন, আদম আঃ এর দেহ বানানোর পর ৪০ বছর পড়েছিল।

তারপর আল্লাহ্ তাকে রূহ দান করেন। নিষিদ্ধ ফল খাবার কারনে জান্নাত থেকে বের হয়ে চল্লিশ বছর কাঁদার পর তার তওবা কবুল হয়।

👉ইব্রাহীম (আ:) কে আগুনের কুন্ডে বসিয়ে রাখেন ৪০ দিন।

👉 মুসা (আঃ) কে তুর পাহাড়ে বসিয়ে রাখেন ৪০দিন।

👉 ইউনুস (আঃ) কে মাছের পেটে রাখেন ৪০
দিন। সুতরাং ইব্রাহীম (আ:) মুসা (আঃ) ও ইউনুস (আঃ) এক চিল্লা করে সময় লাগালেন।আমরা এই তিন জনের চিল্লাকে একত্রিত করে বলে দিলাম, যাও ভাই তিন চিল্লা।

👉 তাছাড়া হাদীসে আছে, রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি তাকবীরে উলার সাথে ৪০ দিন নামাজ পড়বে, সে জাহান্নাম ও নেফাক থেকে মুক্ত হয়ে যাবে। (তিরমিযীঃ ২৪১)

👉 আরও বলেছেন, যে ব্যক্তি আমার মসজিদে ৪০ ওয়াক্ত নামাজ আদায় করবে, তার জন্য আমার সুপারিশ জরুরী হয়ে যায়।

👉রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বলেছেন, ৫০ বলেননি। তাহলে এর বৈশিষ্ট্য নিশ্চয় কিছু আছে।

👉 উমর রাঃ এর যামানায় এক ব্যাক্তি জিহাদ থেকে ফিরে এলে তিনি জিজ্ঞেস করলেন, "কতদিন পরে ফিরেছো?"
বললঃ "এক মাস পর।"

উমর (রাঃ) বললেন ৪০ দিন পুরা করলেনা কেন?

👉 আমাদের এই চিল্লা ভিত্তিহীন নয়। এক হাদীসে আছে, আল্লাহর রাসুল সল্লাল্লহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যে ব্যক্তি ৪০ টি সকাল একনিষ্ঠভাবে আল্লাহ তায়ালাকে দিয়ে দিবে, আল্লাহ তায়ালা তার অন্তরকে জ্ঞান দ্বারা ভরে দিবেন। এত ভরে দিবেন যে, তা ঝর্না হয়ে তার মুখ দ্বারা বের হতে থাকবে।" এও তো চিল্লা।

#বিঃদ্রঃ "একদা মুফতী ফজলুল হক আমিনী (রহ) বলছিলেন, কোন ছাত্র যদি একাধারে চল্লিশ দিন তাহাজ্জুদ পড়ে, আমি তাকে বাইয়াত করব।"

আল্লাহতাআলা সহীহ বুঝ দান করুন ও এই কাজের জন্য কবুল করুন। আমিন।।


No comments:

Post a Comment