
একজন রিস্কা চালক বড় একটা দোকানের সামনে তার রিস্কা রেখে দোকান দারকে ২৫ টাকা দিয়ে বল্ল ভাই একটা টয়ালেট টিসু দেন পরনে ছেরা একটা গেন্জি রিস্কা ওয়ালার দিকে দোকানি তাকিয়ে বললেন টিসু পেপার দিয়া কি করবা রিস্কাওয়ালা বল্ল ভাই সারা দিন রিস্কা চালাই তাই মাটি দিয়া ডিলা কুলুব বানানের সময় পাইনা,, দোকানদার বল্ল ছিরা গেন্জি পর গেন্জি কিনতে পারনা আবার ২৫ টাকা দিয়া টয়ালেট টিসু ব্যাবহার কর,, রিক্সাওয়ালা বল্ল ভাই ছেরা গেন্জি পরলে আল্লাহ জবাব চাইবেননা কিন্তুু ডিলা কুলুব ব্যাবহার করা নবীর সুন্নত তার জন্য আল্লাহর কাছে জবাব দিতে হবে,, নবীর সুন্নত মানার জন্য আল্লাহর ভয় নবীর মোহাব্বতই জতেষ্ট,, আল্লাহ আমল করার তৈফিক দান করুন,,
No comments:
Post a Comment