Buy IP

********** Welcome to Buy ip **********

Sunday, June 26, 2016

imam ajam


সেহরি খেতে বসে হঠাৎ চোখে পড়ে আরবী সংবাদ পত্রের দিকে লক্ষ্য করে দেখি ইমামে আজম ইমাম আবু হানিফার নাম।

দেখেই চমকে গেলাম কি ব্যাপার আহলে হাদীসরা দাবী করে আরবরা নাকি মাযহাবকে অস্বীকার করে ইমামদেরকে ও অস্বীকার করে তাহলে এখানে কি লেখা এগুলো? তাও আবার ইমাম আবু হানিফার নাম বিশাল বড় করে হেডিংয়ে লেখা। 
পেপার হাতে নিয়ে দেখি এটাতো সংযুক্ত আরব আমিরাতের সরকারি সংবাদপত্র ৯ জুন ২০১৬ইং "আল ইতিহাদ" যার জনপ্রিয়তা আরব বিশ্ব জুড়ে বিশেষ করে সৌদিআরবে।সৌদিআরব সহ প্রায় আরব বিশ্বের সবকটি দেশেই এই সংবাদপত্রটি পাওয়া যায়।
কি লেখা! শুরুতেই ইমাম আবু হানিফার জীবনবৃত্তান্ত পরবর্তীতে ফিকহি মাসায়েল নিয়ে হযরত ইমাম আবু হানিফার পন্ডিত্ব্যের প্রসংশা ও আরব মনিষীদের দৃষ্টিতে ইমাম আবু হানিফা কেমন ইলমি ব্যাক্তিত্ব ছিলেন সুবহানাল্লাহ। শিরোনামেই ইমাম আবু হানিফার জন্ম হিজরী ৮০ সাল উল্লেখ করেছেন। আহলে হাদীসদের যে মিথ্যা দাবী ইমাম আবু হানিফার জন্ম চারশত হিজরীর পরে তা কিন্তু উপরোক্ত সংবাদপত্রই প্রকাশ করে দিয়েছে। আহলে হাদীস যে মিথ্যাবাদী তা আরবের এই বহুল পঠিত ও জনপ্রিয় সংবাদপত্র "আল ইতিহাদ" তা প্রমাণ করে দিয়েছে।
আরবরা যদি মাযহাবকে মানেই না তাহলে এখানে ইমামে আজম বলে সম্বোধন করা হয়েছে কেন?এতেই প্রমাণিত আহলে হাদীসরা মিথ্যাবাদী।
বিস্তারিত বিজ্ঞ আলেমরা অনুবাদ করে নেবেন।


No comments:

Post a Comment