Buy IP

********** Welcome to Buy ip **********

Sunday, June 12, 2016

মহাবিজ্ঞান



১৪০০ ‪#‎বছর_আগে_রাসূল‬ (সাঃ) এর বাণী আজ বিজ্ঞানীরা প্রমান পেয়েছে।
‪#‎মুহাম্মদ‬ (সাঃ) বলেছেনঃ "পুরুষের প্যান্ট বা কাপড় পায়ের টাখনুর উপর পড়তে হবে। অন্যথায় তারা জাহান্নামে যাবে।"
-(সহীহ বুখারী ৫৩)
" মনে রাখবেন পুরুষের টাখনুর নিচে কাপড় পড়া সম্পুর্ন রুপে হারাম এবং অনন্ত কাল জাহান্নামে থাকতে হবে, ক্ষমা না পাওয়া গুনাহ'র একটি।"
‪#‎বিজ্ঞান‬ বলে, পুরুষের টাখনুর ভিতর প্রচুর পরিমানে হরমোন থাকে এবং তার আলো বাতাসের প্রয়োজন হয়। তাই কেউ যদি তা খোলা না রেখে ঢেকে রাখে, তাহলে তার যৌনশক্তি কমে যাবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হবে।
অথচ আমরা নারী-পুরুষ আজ অবাধে তার উল্টো'টাই করে যাচিছ।
ইয়া আল্লাহ আপনি আমাদের সবাইকে বুঝার ও আমল করার তওফীক দান করুন। আমীন।


No comments:

Post a Comment