
একটি শিশুর করুণ আবেদন
মাগো আমি কি দোষ করেছিলাম আমাকে এখানে ফেলে দিলে আমার তো অনেক সখ ছিল দুনিয়া দেখার। আমার তো অনেক আশা ছিল, অন্য শিশুদের মতো মা বাবার আদর পাওয়ার। তোমাদের হাত ধরে দুনিয়া দেখার। দশ মাস দশ দিন তোমার পেটে যখন ছিলাম প্রতি দিন ইচ্ছে করতো তোমাকে দেখার। বাবাগো আমি কি এতো খারাপ যে আমার জানাযা টাও পরলানা। এ দুনিয়ার মানুষ কে আমার একটা অনুরোধ আপনাদের কাছে আমার মতো অন্য বাচ্চাদের এভাবে ফেলে দিবেন না। যদি আপনারা পালন করতে না পারেন তাহলে তাদের কে এতিম খানায় দিয়ে আসেন, না হলে অন্যকে পালন করতে দেন তাদের কে বাঁচতে দেন। আমরা ও আপনাদের মতো বাঁচতে চাই।
No comments:
Post a Comment