
স্বামিঃ বাজারে গিয়ে স্রীর কাছে ফোন দিল,
নং ওয়েটিং থাকাই দরজার ওপাশ থেকে
স্রী কে ছালাম দিয়ে জানতে চাইলো তুমি
কেমন আছো।
স্রী বলল ভাল, স্বামি বলল বাজারে গিয়ে
তোমাকে ফোন দিছিলাম দেখলাম নং বিজি,
কার সাথে কথা বলছিলে, স্রী বলল আমার
এক বান্ধবির সাথে।
স্বামি, বলল দেখ আমার আল্লাহ সোবহানা
তায়ালা মিথ্যে বলতে বারণ করেছেন।
বান্দা যখন মিথ্যা কথা বলে সেই মিথ্যে
কথার দৃগন্ধে রহমতের ফেরাস্তা এক মাইল
দুরে চলে যায়।
আর আল্লাহর রাসুল বলেছেন আমার
উম্মত কখনো মিথ্যেবাদী হতে পারেনা,
স্রী কিছুক্ষণ চুপ থেকে বলল আমার এক
বন্ধুর সাথে কথা বলছিলাম।
স্বামি বলল, দেখ আমার আল্লাহ তায়ালা
স্বামি স্রীর সমপর্ককে হালাল করেছেন,
আর তুমি যে ছেলেদের সাথে কথা বলো তা
হচ্ছে সম্পৃর্ন রুপে হারাম।
আর তুমি কি জানো জান্নাত কোথাই,
স্রী বলল না, স্বামি বলল হুজুর পাক (সঃ)
বলেছেন জান্নাত তোমার দু উরু ও দু চোয়ালের মাঝখানে, যে ব্যক্তি এই দুই জিনিসের হেফাজত
করতে পারবে সে জান্নাতি হবে।
স্বামি নামাজের জন্য দাড়ালেন, নামাজে বসে
স্রীর জন্য আল্লাহর দরবারে দোয়া করছেন,
ইয়া আল্লাহ তুমি যদি হযরত ওয়াশী(রাঃ) মতো
কঠিন হৃদয়ের মানুষ কে তোমার দ্বীনের বোঝ
দিতে পারো, তুমি যদি হযরত ওমর ফারুক (রাঃ)
মতো কঠিন মানুষ কে হেদায়েত দিতে পারো,
তাহলে তুমি আমার স্রীকেও হেদায়েত দাও।
এবং তার মাধ্যমে আমাকে নেক্কার সন্তান দান
করো, স্রী স্বামির মোনাজাত শুনে চিন্তা করলো
আমি যার সাথে ফোনে কথা বলি সে তো এই
মানুষটির জুতা বহন করারও যোগ্যতা রাখেনা।
সব কিছু জেনেও আমাকে এতোটা ভালোবাসে
সো আর নয় স্বামির পায়ে ধরে ক্ষমা চাইবো,
গভীর রাতে স্রী তার স্বামির পা ধরে ক্ষমা
চাইছে, স্বামি বলল,আমি জানি তুমি অবোঝ
তাই ভুল করেছো, আল্লাহ তোমার হেফাজত করুন।
স্বামি স্রীকে বুকে টেনে নিয়ে চোখের পানি ফেলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন।
আমাদের বর্তমান সমাজে এই রকম স্বামি খুব
কমই আছে।
মানুষ মাত্রই ভুল করবে এটাই স্বাভাবিক, কিন্তু আপনার স্রীর ভুল শুধরানোর দায়িত্ব শুধুই
আপনার, আল্লাহ সবাইকে সঠিক পথে চলার
তৌফিক দান করুন--আমিন--?
গল্পটা যদি ভালো লাগে কমেন্টে শুধু আমিন লিখে উৎসাহ দিবেন
তাহলে ভালো কিছু লিখতেও ভালো লাগে আমিন।
No comments:
Post a Comment