
ইসলামের দৃষ্টিকোণ থেকে বন্ধু নির্বাচন।
.
বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি [রহ.] বলেছেন,‘সবাইকে বন্ধু নির্বাচন করা যাবে না;বরং তিনটি স্বভাব যার মাঝে বিদ্যমান,এমন লোককে বন্ধু নির্বাচন করা চাই।
তিনটি গুণ হলো।
এক.বন্ধুকে হতে হবে জ্ঞানী,বিচক্ষণ।
দুই. বন্ধুর চরিত্র হতে হবে সুন্দর ও মাধুর্যময়
তিন.বন্ধুকে হতে হবে নেককার, পূণ্যবান।’
.
বন্ধু নির্বাচনের ক্ষেত্রে জগদ্বিখ্যাত কবি আল্লামা শেখ সাদি [রহ.] বিখ্যাত উক্তি
দিয়েছেন,সৎ সঙ্গে স্বর্গবাস,অসৎ সঙ্গে সর্বনাশ।
.
একজন ভালো বন্ধু যেমন মানুষের
জীবনের গতি পাল্টে দিতে পারে,তেমনি একজন অসৎ বন্ধুর কারণে জীবন হয়ে যেতে পারে অন্ধকারাচ্ছন্ন।তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ইসলাম প্রদর্শিত নির্দেশ অনুসরণ করতে হবে।এতে একদিকে যেমন
নানাবিধ সমস্যা ও ভোগান্তি থেকে বেঁচে থাকা যাবে,অন্যদিকে আল্লাহ ও তাঁর রাসুল
[সা.]-এর পথ অনুসরণ করার সাওয়াব পাওয়া যাবে।আল্লাহ আমাদের সবাইকে ভালো ও নেক বন্ধু নির্বাচনের তাওফিক
দান করুন।
.
আমিন।
.
বিখ্যাত দার্শনিক ইমাম গাজ্জালি [রহ.] বলেছেন,‘সবাইকে বন্ধু নির্বাচন করা যাবে না;বরং তিনটি স্বভাব যার মাঝে বিদ্যমান,এমন লোককে বন্ধু নির্বাচন করা চাই।
তিনটি গুণ হলো।
এক.বন্ধুকে হতে হবে জ্ঞানী,বিচক্ষণ।
দুই. বন্ধুর চরিত্র হতে হবে সুন্দর ও মাধুর্যময়
তিন.বন্ধুকে হতে হবে নেককার, পূণ্যবান।’
.
বন্ধু নির্বাচনের ক্ষেত্রে জগদ্বিখ্যাত কবি আল্লামা শেখ সাদি [রহ.] বিখ্যাত উক্তি
দিয়েছেন,সৎ সঙ্গে স্বর্গবাস,অসৎ সঙ্গে সর্বনাশ।
.
একজন ভালো বন্ধু যেমন মানুষের
জীবনের গতি পাল্টে দিতে পারে,তেমনি একজন অসৎ বন্ধুর কারণে জীবন হয়ে যেতে পারে অন্ধকারাচ্ছন্ন।তাই বন্ধু নির্বাচনের ক্ষেত্রে ইসলাম প্রদর্শিত নির্দেশ অনুসরণ করতে হবে।এতে একদিকে যেমন
নানাবিধ সমস্যা ও ভোগান্তি থেকে বেঁচে থাকা যাবে,অন্যদিকে আল্লাহ ও তাঁর রাসুল
[সা.]-এর পথ অনুসরণ করার সাওয়াব পাওয়া যাবে।আল্লাহ আমাদের সবাইকে ভালো ও নেক বন্ধু নির্বাচনের তাওফিক
দান করুন।
.
আমিন।
No comments:
Post a Comment