ইসলামের ভিত্তি পাঁচটি জিনিষের
উপর
৭। হাদিছঃ- আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রসুলুল্লাহ (সাঃ) বলিয়াছেন-
পাঁচটি স্তম্ভের উপর ইসলামের সৌধ স্থাপিত। (১) এক আল্লাহ্ই মাবুদ, অন্য কোনও
মাবুদ (পুজনীয়) নাই, মোহাম্মাদ (সাঃ) আল্লাহ্র রসুল; ইহা প্রকাশ্য- ভাবে স্বীকার
ও গ্রহণ করিয়া লওয়া, (২) নামায পূর্ণাঙ্গরূপে আদায় করা, (৩) যাকাত দান করা, (৪)
হজ্জ করা, (৫) রমযান মাসে রোজা রাখা।
No comments:
Post a Comment