Buy IP

********** Welcome to Buy ip **********

Sunday, February 21, 2016

তাহারাই হইবে ফেরদৌস বেহেস্তের অধিকারী


দ্বিতীয় আয়াতঃ- ( ১৮ পারা ১ রুকু )

এই আয়াতে আল্লাহ্‌ তায়ালা মানব জীবনকে স্বার্থক ও সাফল্যমণ্ডিত করার জন্য আটটি গুণ অর্জনের শর্ত উল্লেখে বলিতেছেনঃ
স্বীয় জীবনকে সাফল্যমণ্ডিত করিতে পারিয়াছে তাহারা-
(১) যাহারা ( আল্লাহ্‌ ও আল্লাহ্‌র রসূলকে মান্য করিয়া কেয়ামতের হিসাব নিকাশ, বেহেস্ত – দোযখকে বিশ্বাস করিয়া ) ঈমানদার হইয়াছে।
(২) যাহারা ভয় ও ভক্তির সহিত, আল্লাহ্‌র দরবারে কাকুতি- মিনতির সহিত নামায কায়েম করিয়াছে।
(৩) যাহারা বৃথা সময় নষ্ট করা হইতে বিরত রহিয়াছে। ( চক্ষু, কর্ণ, জিহ্বা, দর্শনশক্তি, শ্রবণশক্তি, বাকশক্তি, কর্মশক্তি, চলনশক্তি, চিন্তাশক্তি প্রভৃতি যে সব অমূল্য শক্তির সমারোহ আল্লাহ্‌ তায়ালা মানুষকে দান করিয়াছেন, ঐগুলিকে জীবনের স্থায়ী উন্নতিমূলক কাজে ব্যয় করিবে। অবনতির বা অনর্থক কাজে অপচয় করা হইতে বিরত থাকিতে হইবে)।

প্রথম খণ্ড, পৃষ্ঠা  ৪০ বোখারী শরীফ

(৪) যাহারা পবিত্রতা সাধন করিয়াছে। ( আত্মার পবিত্রতা, দেহের পবিত্রতা, বস্ত্রের পবিত্রতা, স্ত্রির পবিত্রতা, অর্থের পবিত্রতা, ইত্যাদি সর্ব প্রকারের পবিত্রতাই ইহার অন্তর্ভুক্ত। হিংসা, বিদ্বেষ, নির্দয়তা, নিষ্ঠুরতা, কৃপণতা, স্বার্থন্ধতা, ক্রোধান্ধতা, কপটতা, মোহান্ধতা, ইত্যাদি অপবিত্র স্বভাব সমূহ হইতে আত্মাকে শোধিত রাখিতে হইবে। সুদ, ঘুষ, শোষণ, দুর্নীতি, চুরি- জুয়াচুরি, ধোঁকাবাজি ইত্যাদি সর্ব প্রকার হারাম উপায় হইতে অর্থকে পবিত্র রাখিতে হইবে। তদুপরি শরীয়ত অনুযায়ী যাকাত দান করিতে হইবে। অর্থের উপরই মানুষের সর্বস্ব নির্ভর করে, তাই অর্থের অপবিত্রতা তাহার প্রতিটি স্তরকেই অপবিত্র করিয়া দেয়। কাজেই অর্থের পবিত্রতা ব্যতিরেকে মানুষের কল্যাণ সাধিত হইতে পারে না। এক হাদিসে আছে- কোন কোন ব্যক্তি অসহায় আশ্রয়হীন ও বিপদগ্রস্ত হইয়া আল্লাহ্‌কে ডাকিতে থাকে। কিন্তু আল্লাহ্‌ তাহার ডাক শোনেন না, কারন তাহার পানাহারের বস্তু ও পরিধেয় বস্ত্র ইত্যাদি প্রত্যেকটিই হারাম এবং অসদুপায়ে অর্জিত।)
(৫) যাহারা সংযম অভ্যাস করিয়া কাম- রিপুকে দমন করিয়া রাখিয়াছে। অর্থাৎ দেহের রাজা ও জীবনীশক্তির মূলধন বীর্যের অপচয় বা অপব্যয় করে নাই। অবশ্য বিবাহ- সুত্রে আবদ্ধা রমণী অথবা ( এর চেয়েও অধিক আধিপত্য যাহার উপর স্থাপিত হইয়াছে ; বিবাহের ন্যায় শরীয়ত অনুমোদিত অপর সুত্র-) স্বত্ব সূত্রে অর্জিত রমণীর গর্ভে মানব বীজ বপন উদ্দেশে যদি বীর্য্য ব্যয় করে তবে তাহা দূষণীয় নহে। এতদ্ব্যতীত যাহারা অন্য কোনও গর্হিত উপায়ে ( হস্ত মৈথুন, পুংমৈথুন, পশুমৈথুন, বেগানা স্ত্রী দর্শন, স্পর্শন বা ব্যবহার ইত্যাদি দ্বারা ) বীর্য্য ব্যয় করিবে ও কাম- রিপু চরিতার্থ করিবে তাহারা নিশ্চয়ই ব্যভিচারী সাব্যস্ত হইবে।
(৬, ৭) যাহারা নিজেদের নিকট গচ্ছিত আমানতের এবং এবং নিজেদের ওয়াদা অঙ্গীকারের পুরাপুরি রক্ষণাবেক্ষণ করিয়াছে। আমানতের অর্থ- দায়িত্ব গ্রহণ করা। দায়িত্ব অনেক প্রকারের আছে- যথা আল্লাহ্‌র আমানত, (আল্লাহ্‌র আমানতের অর্থঃ- আল্লাহ্‌র আদেশ ও নিষেধাবলী অনুযায়ী স্বীয় জীবনকে গঠিত ও পরিচালিত করার গুরুদায়িত্বভার গ্রহণ করা। এই গুরুদায়িত্বকেই কোরআন শরীফের ২২ পারার ৫ম রুকুতে আল্লাহ্‌ তায়ালা আমানত বলিয়া ব্যক্ত করিয়া বলিয়াছেন- আমি আসমান, জমিন ও পর্বতমালাকে আমার আমানত বা বিশেষ একটি গুরুদায়িত্বভার গ্রহণ করার প্রতি আহ্বান জানাইলে উহারা সকলেই ভয়ে ভীত হইয়া নিজ নিজ অক্ষমতা প্রকাশ করিল, কিন্তু মানব জাতিকে সেই আহ্বান জানান হইলে তাহারা উহা গ্রহণ করিয়া নিল।) সামাজিক আমানত, রাষ্টিয় আমানত, চাকরি ও পদের আমানত, ব্যক্তিগতভাবে গচ্ছিত টাকা- পয়সা, জমি-জমা বা গোপনীয় কথার আমানত ইত্যাদি। অনুরূপভাবে অঙ্গীকার এবং শপথ ও অনেক প্রকারের- আল্লাহ্‌ তায়ালার নিকট শপথ, সমাজের নিকট শপথ, রাষ্ট্রীয় দায়িত্ব পালনের শপথ, ব্যক্তিগত ওয়াদা রক্ষার শপথ ইত্যাদি।

প্রথম খণ্ড, পৃষ্ঠা  ৪১ বোখারী শরীফ

(৮) যাহারা আজীবন নামাযসমূহের প্রতি যত্নবান রহিয়াছে।
অর্থাৎ কখনও সে সাধনায় ক্ষান্ত হয় নাই- স্থান, কাল, পাত্র নির্বিশেষে কোনও বাধা বিপত্তি লক্ষ্য না করিয়া চিরজীবন একনিষ্ঠ সাধনা করিয়ায় গিয়াছে।

যাহারা এই গুনগুলি অর্জন করিতে পারিয়াছে, তাহারাই হইবে ফেরদৌস বেহেস্তের অধিকারী, তাহারা তথায় অমর জীবন লাভ করিয়া অনন্তকাল অফুরন্ত সুখ- শান্তি ভোগ করিবে। 


Friday, February 12, 2016

ঈমানের শাখা- প্রশাখা


আল্লাহ্‌কে সন্তুষ্ট করার যে সমস্ত পন্থা আছে বা যত প্রকার নেক ও সৎকাজ আছে উহার প্রত্যেকটিই মূল ঈমানের শাখা- প্রশাখা; অতএব, ঈমানের শাখা অনেক। ইমাম বোখারী (রঃ) এখানে কোরআনের দুইটি আয়াত উদ্ধৃত করিয়াছেন, যাহাতে মানব জাতির কল্যাণের ও সত্যিকারের মানুষ হওয়ার পন্থারূপে স্বয়ং আল্লাহ্‌ তায়ালা কয়েকটি মোটামোটি কাজ আঙ্গুলের উপর গণনা করিয়া দিয়াছেন। সেই হিসাবে আয়াত দুটি অতি মূল্যবান ও অত্যন্ত গুরুত্বপুর্ন, তাই এখানে উহার ব্যাখ্যা বিশেষভাবে করা হইতেছে। প্রথম আয়াতঃ-

প্রথম খণ্ড, পৃষ্ঠা  ৩৮ বোখারী শরীফ

অর্থঃ- প্রকৃত প্রস্তাবে নেক ও সৎকাজ এইগুলিঃ- (১) সর্ব প্রথমে মোটামূটি কয়েকটি বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপনের দ্বারা দেল ও অন্তরকে ঠিক করিতে হইবে- (ক) আল্লাহ্‌কে বিশ্বাস করিয়া ভয় ও ভক্তির সহিত তাঁহার আনুগত্য স্বীকার করিতে হইবে এবং উপলব্ধি করিতে হইবে যে, আল্লাহ্‌ই আমাদিগকে সৃষ্টি করিয়াছেন, তাঁহার নিকট হইতেই আমরা আসিয়াছি। (খ) আবার একদিন আমাদের সকলকেই আল্লাহ্‌র নিকট ফিরিয়া যাইতে হইবে এবং বিচারের সম্মুখীন হইতে হইবে। চোখ, কান, হাত, পা, জ্ঞান, বুদ্ধি, আলো- বাতাস, ধন- দৌলত ইত্যাদি যাহা কিছু নেয়ামত আল্লাহ্‌ তায়ালা আমাদিগকে দান করিয়াছেন। আমরা উহার সদ্ব্যবহার করিয়াছি কি অসদ্ব্যবহার করিয়াছি তাহার হিসাব দিতে হইবে। সেই শেষ বিচারের দিনের উপর বিশ্বাস স্থাপন করিয়া আল্লাহ্‌ প্রদত্ত নেয়ামত সমূহের সদ্ব্যবহার করতঃ হিসাব দিবার জন্য প্রস্তুত হইতে হইবে। (গ) ফেরেস্তাদের সম্বন্ধে বিশ্বাস স্থাপন করিতে হইবে যে, তাঁহারা নিষ্পাপ, ত্রুটিহীন; কখনও আল্লাহর  বিরুদ্ধাচরণ করেন না, বা তাঁহাদের দ্বারা কোন ভুল- ত্রুটি হওয়া সম্ভব নহে। তাঁহারা আল্লাহ্‌র বানী পয়গম্বরগণের নিকট অবিকলরূপে পৌছাইয়া দিয়াছেন, বিন্দুমাত্র ব্যতিক্রম হয় নাই এবং ইহাতে সন্দেহের অবকাশ মাত্র নাই। (ঘ) আল্লারহ কোরআনকে পুর্নভাবে বিশ্বাস করিতে হইবে যে, ইহার অন্তর্গত কোন একটি অক্ষরের মধ্যেও আদৌ কোনরূপ সন্দেহ, দোষ বা ভুল- ত্রুটি নাই। (ঙ) আল্লার নবীগণের প্রতি পুর্ণ আস্থা স্থাপন করিতে হইবে যে, তাঁহারা আল্লাহ্‌র প্রেরিত সম্পূর্ণ নিষ্পাপ মানুষ ও সত্য পথ প্রদর্শক ছিলেন। যে যুগের, যে দেশের বা যে জাতির জন্য যিনি নবী হইয়া আসিয়াছেন- সেই যুগের, সেই দেশের সমগ্র জাতি তাঁহাকেই আদর্শকরূপে মানিয়া চলিতে হইবে, যেমন- কেয়ামত পর্যন্ত শেষ যুগের জন্য সমগ্র বিশ্বমানবের পয়গাম্বর হইলেন হজরত মোহাম্মাদ (সাঃ)। কেয়ামত পর্যন্ত সকলকে একমাত্র তাহাঁরই আদর্শ অনুসরণ করিয়া চলিতে হইবে।
(২) পার্থিব ধন- দৌলত ও বিষয়- সম্পত্তির দিকে স্বভাবগত ভাবে মানুষের মনের মায়া ও আকর্ষণ থাকা সত্বেও আল্লাহ্‌র সন্তষ্টি লাভের জন্য ধন সম্পত্তি যথাস্থানে দান করিতে হইবে। যথা- ঘনিষ্ঠ আত্মীয়দিগকে, (পিতৃহীন, কর্মশক্তিহীন অসহায়) এতিম বালক বালিকাদিগকে, অভাবগ্রস্ত দরিদ্রদিগকে, (যাহারা কঠোর পরিশ্রম করিয়াও অভাব মোচনে অক্ষম) পথিকদিগকে, ( যাহারা প্রবাসে অভাবে পরিয়াছে), যাঞ্জাকারী ভিক্ষুকদিগকে, ( যে সব অন্ধ, খঞ্জা, বৃদ্ধ, রুগ্ন ও আতুর ইত্যাদি কর্মশক্তিহীনতার দরুন ভিক্ষা করিতে বাধ্য হইতেছে।) এবং দাসত্বে আবদ্ধ মানুষকে, ( তাদের মুক্তির জন্য) দান করিতে হইবে।
(৩) আল্লাহ্‌র নির্দেশিত এবং তাঁহার রসূলের (সাঃ) প্রদর্শিত নিয়ম অনুযায়ী আল্লাহ্‌র দাসত্বের প্রতীক নামায কায়েম ( পূর্ণাঙ্গে আদায় ও জারী) করিতে হইবে।

প্রথম খণ্ড, পৃষ্ঠা  ৩৯ বোখারী শরীফ

 (৪) স্বীয় ধনের চল্লিশ ভাগের এক ভাগ যাকাত স্বরূপ দিতে হইবে।
(৫) অঙ্গীকার করিলে উহা রক্ষা করিতে হইবে। ( আল্লাহ্‌র সহিত অঙ্গীকার বা মানুষের সহিত অঙ্গীকার- সমস্ত অঙ্গীকারই অক্ষরে অক্ষরে পালন করিতে হইবে)।

(৬) ধৈর্য্যধারনের অভ্যাস করিতে হইবে। ভীষণ বিপদের সময়। যাহারা এই সৎগুণাবলী অর্জন করিতে সক্ষম হইবে, তাহারাই খাঁটি সত্যবাদী এবং তাহারাই প্রকৃত ঈমানদার ও মোত্ত্বাকী পরিগণিত হইবে। (২ পাড়া ৬ রুকু)


holudiya pakhi




Thursday, February 11, 2016

হাসি দিয়ে মন ও বিশ্ব দুটোই জয় করা সম্ভব।

সুন্দর ও সুস্থ দাঁতের জন্য যা যা করণীয়!
একটি কথা প্রচলিত আছে সুন্দর হাসি দিয়ে নাকি বিশ্ব জয় করা যায়। আসলেই তাই। হাসি দিয়ে মন ও বিশ্ব দুটোই জয় করা সম্ভব। তবে সুন্দর হাসির জন্য চাই সুস্থ ও উজ্জ্বল চকচকে দাঁত। তা না হলে হাসি দেয়াই যে কষ্টকর হয়ে উঠে। তাই সুন্দর ও সুস্থ দাঁতের জন্য যা করবেন তা হলোঃ
পুষ্টিকর খাবারঃ দাঁতের যত্নে খুবই কার্যকরী পুষ্টিকর খাবার। এক্ষেত্রে সবুজ শাকসবজি বেশি খেতে হবে। উদ্ভিজ্জ খাবারের ওপর বেশি জোর দিতে হবে। মাছ-মাংস পরিমিত হারে খেতে হবে।
নিয়মমতো খানঃ ঘনঘন খাবার খাওয়া দাঁতের স্বাস্থ্যের জন্য ভালো নয়। ঘনঘন খেলে দাঁতের ফাঁকে খাবার আটকে যায়। যা দাঁতের জন্য খুবই ক্ষতিকর। খাওয়ার সময় খেয়াল রাখতে হবে যেন খাদ্যে শর্করার উপাদান কম থাকে। কারণ শর্করা মাড়ি ও দাঁতের কূপের ক্ষতি করে।
শর্করা জাতীয় খাদ্য পরিহার করুনঃ দাঁতের যত্নে সবসময় সীমিত হারে শর্করা জাতীয় খাবার খাওয়া উচিত। আর একেবারে যদি লোভ সামলাতে না পারেন তাহলে তা খাওয়ার পরই ব্রাশ করুন।


নওগাঁয় মশা তাড়ানোর যন্ত্র আবিষ্কার





নওগাঁ জেলা সংবাদদাতা ঃ মাত্র কয়েকশ’ টাকা খরচ করে দেশীয় প্রযুক্তি দিয়ে মশা তাড়ানোর একটি ইলেকট্রিক যন্ত্র আবিষ্কার করেছেন নওগাঁর যুবক এসএম ইব্রাহীম হোসেন রাজু। দীর্ঘ ৪ মাসের গবেষণায় তিনি সফলভাবে এই যন্ত্রটি আবিষ্কার করেন। যন্ত্রটি থেকে একটা আল্টা-সাউন্ড উৎপন্ন হয়। যা মানুষের শরীরের জন্য ক্ষতিকর কোন প্রভাব থাকবে না। ঘন্টার পর ঘন্টা চালানো সম্ভব। যন্ত্রটির নাম ‘রাজু মসকিউটো আল্ট্রা-রিপেলার মেশিন’। নওগাঁ শহরের দুবলহাটী রোডে হাট-নওগাঁ আলহাজ্ব ইদ্রীস আলী ইলেকট্রিক এন্ড ওয়ার্কস নামে একটি প্রতিষ্ঠানে নিজস্ব তৈরী প্রযুক্তিতে ফেলনা জিনিসপত্র ব্যবহার করে যন্ত্রটি আবিষ্কার করছেন। মশা তাড়ানোর যন্ত্রটি বাজারজাতের জন্য ঢাকা ডিপার্টমেন্ট অফ প্যাটেন্ট, ডিজাইন এন্ড ট্রের্ড মার্কস থেকে গত বছর ১৭ ডিসেম্বর রেজিষ্ট্রেশন করেছেন। 
মশা নিধনে প্রযুক্তিতে কতো কিছুনা তৈরী করা হচ্ছে তার ইয়োত্তা নেই। মশা নিধনে রাসায়নিক উপাদান দিয়ে তৈরী কয়েল, গুড নাইট, ইলেকট্রিক কয়েল ব্যবহার করা হচ্ছে। যে কয়েলই হোক না কেন সবই পরিবেশ এবং স্বাস্থের জন্য ক্ষতিকর বলে মনে করেন তিনি। 
তবে পরিবেশ এবং স্বাস্থের জন্য ক্ষতিকর নয় এমন একটি যন্ত্র গত ৪ মাসের গবেষণায় আবিষ্কার করেন এসএম ইব্রাহীম হোসেন রাজু। যন্ত্রটিতে বাজারে পাওয়া যায় এমন কয়েকটি ছোট স্বল্প মূলের প্রযুক্তি ব্যবহৃত হয়েছে। এছাড়া অন্যকোন ম্যাকানিজম উপাদান নেই। যন্ত্রটিতে মোবাইল ফোনের ব্যাটারি, পেন্সিল ও ঘড়ির রির্চাজেবল ব্যাটারি, একটি ছোট সার্কিট, শব্দ নিয়ন্ত্রণের জন্য ব্যান্ড পাইব, ব্যাটারি চার্জের জন্য একটি চার্জার ব্যবহৃত হয়েছে। ঘরের মধ্যে ব্যবহারের জন্য যন্ত্রটিতে একটি সাড়ে ৯ভোল্টের মটর এবং সাড়ে ৩ ভোল্টের ব্যাটারি ব্যবহৃত হয়েছে। আর বাহিরের পরিবেশের জন্য সাড়ে ৯ ভোল্টের মটর এবং সাড়ে ৬ ভোল্টের ব্যাটারি ব্যবহৃত হয়েছে। বিদ্যুৎ ছাড়াই ব্যাটারির সাহায্যে প্রায় ৬/৮ ঘন্টা চালানো সম্ভব।
একটি ঘরে যন্ত্রটি চালু করার পর ১০ থেকে ১৫ মিনিট পর কাজ শুরু হয়। ঘর যতো বড় হবে সময় ততো বেশি লাগবেই। তবে একটা যন্ত্র দিয়েই মশা তাড়ানো সম্ভব। যন্ত্রটি ঘরের দরজা-জানালা খোলা বা বন্ধ সব অবস্থাতেই সমান ভাবে কার্যকর।
‘রাজু মসকিউটো আল্ট্রা-রিপেলার মেশিন’টি ব্যবহার করে সুবিধা পাওয়া নওগাঁ শহরের একটি জয় টেলিকম এ্যান্ড সার্ভিস সেন্টারের মালিক ফারুক হোসেন জুয়েল, হাট-নওগাঁ মহল্লার প্রাক্তন ফুটবল খেলোয়ার আব্দুস ছাত্তার, একটি মোবাইল ফোন কোম্পানির সেলস্ ম্যানেজার হুমায়ন কবিরসহ অনেকে।
ফারুক হোসেন জুয়েল জানান, চার জনের পারিবারের আগে প্রতিদিন বাড়ীতে গড়ে ৭ থেকে ১০ টাকার কয়েল পুড়িয়ে খরচ হতো। ‘রাজু মসকিউটো রিপেলার মেশিন’ আবিস্কারের পর রাজু তাকে দুই দিনের জন্যে ব্যবহার করতে দেন। ঘরের মধ্যে ব্যবহার করে ওই দুইদিন তার কোন কয়েল জ্বালাতে হয়নি। কোন মশারও কামড়ও খেতে হয়নি। 
প্রাক্তন ফুটবল খেলোয়ার আব্দুস ছাত্তার জানান, ঘরের মধ্যে মেশিনটি চালু করার ১০ থেকে ১৫ মিনিট পর থেকে একটি মশাও দেখা যায়নি। মশারিও টাঙ্গাতে হয়নি। আব্দুস ছাত্তার, সেলস্ ম্যানেজার হুমায়ন কবিরসহ যন্ত্রটি ব্যবহারকারিরা মনে করেন, যন্ত্রটি শত ভাগ মশা তাড়ানোর কাজ করছে। 
প্রস্তুতকারী এসএম ইব্রাহীম হোসেন রাজু জানান, মশার শরীর পানি দিয়ে তৈরী। এই চিন্তা থেকেই এই যন্ত্রটি আবিষ্কার করা হয়েছে। এই যন্ত্রের মাধ্যমে আল্টা-সাউন্ড নামে শব্দ বা কম্পন (শোনা যাবে না) উৎপন্ন হবে। যন্ত্রটা ঘন্টার পর ঘন্টা চালু থাকলেও এর শব্দে মানুষের শরীরের জন্য ক্ষতিকর কোন প্রভাব থাকবে না। আর এই আল্টা-সাউন্ড নামে শব্দ বা কম্পনের মশার শরীরেও কম্পন তৈরী হবে। একটি নির্দিষ্ট জায়গা/এলাকা জুড়ে মশা না মরে পালিয়ে যাবে বা মশা থাকবে না। মশা তাড়ানোর জন্য যন্ত্রটিতে কোন প্রকার রাসায়নিক উপাদান বা ক্যামিকেল ব্যবহার করা হয়নি। যন্ত্রটি পরিবেশ দূষিত হওয়ার মতো কোন প্রকার দুর্গন্ধ ছড়ায় না।
তিনি আরো জানান, যন্ত্রটি কার্যকরী, বিভিন্ন আকারের, স্থানান্তরযোগ্য ও নিরাপদ। ঘরের বাইরে, গরুর গোয়ালে, বাগানে, খোলা জায়গায় ব্যবহার উপযোগী। স্বাভাবিক ভাবে যন্ত্রটি বছরের পর বছর চলবে। তবে ব্যাটারির কার্যক্ষমতা নষ্ট হয়ে গেলে এবং মটরের ক্রুটি হলে পরিবর্তন করতে হবে। প্রতিমাসে যন্ত্রটি একটি সাধারণ বৈদ্যুতিক বাল্বের চেয়েও কম বিদ্যুৎ খরচ হবে। বাজার মূল্য নির্ধারণ করা হয়েছে ১শ’ টাকা থেকে ৫শ’ টাকা। এটি বাণিজ্যিক ভাবে চালু করা সাধারণ মানুষের মধ্যে স্বল্পমূল্যে বাজারজাত করা সম্ভব হবে।
শহরের ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য এর আগে “বাড়ীর বুড়ি” নামে একটি যন্ত্র আবিষ্কার করেন রাজু।
আরো জানুন 


Tuesday, February 9, 2016

যেসব শহরের লোকেরা নগ্ন থাকতেই পছন্দ করে

অদ্ভুত এক দেশ !! যেখানে সবাই নগ্ন থাকতে পছন্দ করে

clothes_istockগুঁড়ি গুঁড়ি বৃষ্টি হোক আর স্যাঁতস্যাঁতে জলবায়ু হোক ব্রিটিশ দ্বীপপুঞ্জের অধিবাসীদের ওপর তেমন প্রভাব ফেলতে পারে না। তার প্রমাণ যুক্তরাজ্যের ওয়েলস প্রদেশের দক্ষিণ উপকূলীয় বন্দর নগরী কার্ডিফ। সেখানকার অধিকাংশ নাগরিক ঘরে নগ্ন থাকতেই পছন্দ করেন। নতুন এক অনলাইন জরিপে এই তথ্য উঠে এসেছে।
জরিপটি পরিচালনা করে ডমিনোস নামের একটি প্রতিষ্ঠান। জরিপের মূল উদ্দেশ্য ছিল, স্মার্টফোন এবং ট্যাবলেটের ব্যবহার ঘরে ঘরে মানুষের মধ্যে অভ্যাস বা আচরণে কী ধরনের পরিবর্তন এসেছে তা বের করা। এই জরিপের একটি অংশ ছিল বাড়িতে নগ্ন হয়ে থাকার বিষয়টিও।
যুক্তরাজ্য এবং আয়ারল্যান্ডের দুই হাজার ১৫৪ জন জরিপে অংশ নেয়। জরিপের ফলাফলে দেখা যায়, কার্ডিফ শহরের নাগরিকরা বাড়িতে নগ্ন হয়ে থাকতে পছন্দ করেন সবচেয়ে বেশি। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে বন্দর নগরী সাউদাম্পটন ও ব্রিস্টল শহরের নাগরিকরা।
জরিপে আরও বলা হয়, প্রতি পাঁচজনে একজন অফিস থেকে বাসা ফিরেই তাৎক্ষণিক পাজামা পড়েন। ১৮ থেকে ২৪ বছর বয়সীরা বাড়িতে পোশাক পড়ে বেশি। আর যাদের বয়স ২৫ থেকে ৩৪ এর মধ্যে তারা জাম্প স্যুট(ঢিলেঢালা পোশাক) পড়তে পছন্দ করেন বেশি। তবে ৪৫ থেকে ৫৪ বছর বয়সীরা নগ্ন থাকতেই পছন্দ করেন বেশি।


Monday, February 8, 2016

ইসলামের ভিত্তি পাঁচটি জিনিষের উপর


ইসলামের ভিত্তি পাঁচটি জিনিষের উপর 

৭। হাদিছঃ- আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) হইতে বর্ণিত আছে, রসুলুল্লাহ (সাঃ) বলিয়াছেন- পাঁচটি স্তম্ভের উপর ইসলামের সৌধ স্থাপিত। (১) এক আল্লাহ্‌ই মাবুদ, অন্য কোনও মাবুদ (পুজনীয়) নাই, মোহাম্মাদ (সাঃ) আল্লাহ্‌র রসুল; ইহা প্রকাশ্য- ভাবে স্বীকার ও গ্রহণ করিয়া লওয়া, (২) নামায পূর্ণাঙ্গরূপে আদায় করা, (৩) যাকাত দান করা, (৪) হজ্জ করা, (৫) রমযান মাসে রোজা রাখা। 


Saturday, February 6, 2016

ঈমান রত্ন কত ব্যাপক ও সম্প্রসারিত


হযরত ইব্রাহিম (আঃ) বলিয়াছেন- আমি আমার অন্তরের সমস্ত অছওয়াছা (মানবীয় দুর্বলতা) দূর করতঃ একীন ও বিশ্বাসকে গাঢ় হইতে গাঢ়তর করিয়া ঈমানের উন্নতি সাধন করিতে চাই।

ছাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ (রাঃ) বলিতেন- প্রতিবন্ধকতায় কর্মজীবন এবং ত্যাগ তিতিক্ষা ও কষ্ট- ক্লেশের পরীক্ষার ভিতর দিয়া যে অটল বিশ্বাস প্রমাণিত হয় উহাই আসল পূর্ণাঙ্গ ঈমান। ঐরূপ বিশ্বাস ব্যতিরেকে শুধু মুখে বুলি আওরড়ানো বা ভাবাবেগ প্রকাশের নাম ঈমান নহে।

পৃষ্ঠা  ৩৬ বোখারী শরীফ

আব্দুল্লাহ ইবনে ওমর (রাঃ) বলিতেন- প্রত্যেক জিনিসেরই কোন না কোন গুনাগুন বা ক্রিয়া- প্রতিক্রিয়া থাকবেই; এই সব গুনাগুন বা ক্রিয়া- প্রতিক্রিয়ার দ্বারাই জিনিষটির পরিচয় হয়। সেমতে ঈমানেরও কতিপয় গুনাগুন বা ক্রিয়া- প্রতিক্রিয়া আছে- উহা এই যে, ঈমানদার ব্যক্তির আল্লাহ্‌র উপর বিশ্বাস এবং ভয় ও ভক্তি এত বাড়িয়া যায় যে, (আল্লার স্পষ্ট আদিষ্ট কাজগুলি ত করেই এবং নিষিদ্ধ কাজগুলিও চিরতরে বর্জন করে। এতদ্ব্যতীত) যে কোন কাজে বা কথায় তাহার মনে যদি সামান্য মাত্র খটকা বা সংশয়ের উদয় হয় যে, হয়ত এই কাজটি বা কথাটি পরিণামে আল্লাহ্‌র অসন্তষ্টির কারন হইতে পারে বা ইহাতে আল্লাহ্‌র অনুমোদন না থাকিতে পারে, ঈমানের প্রতিক্রিয়ার ফলে তাহাও সে বর্জন করিয়া চলে। মানুষের জীবনে এই অবস্থা যখন উপস্থিত হয়, তখনই তাহার ঈমান পূর্ণতা লাভ করে এবং খাঁটি তাকওয়া তাহার হাসিল হয়।
কোরআন শরীফের একটি আয়াতে আছেঃ- আল্লাহ্‌ তায়ালা হযরত মোহাম্মাদ (সাঃ) কে এবং নুহ, ইব্রাহীম, মুছা ও ইছাকে (আঃ) (এতদ্ভিন্ন সমস্ত পয়গাম্বরগণকে) একই ধর্ম এবং একই ঈমান ও ইসলাম প্রতিষ্ঠীর আদেশ করিয়াছেন; এবং ইহাও বলিয়া দিয়াছেন যে, এই মুল ধর্মকে সকলে ঠিক রাখ- ইহাতে বিভিন্ন মত পোষণ করিও না।
অন্য এক আয়াতে আছে- তোমাদের প্রত্যেকের জন্য ভিন্ন ভিন্ন পথ এবং ভিন্ন ভিন্ন তরিকা ও পদ্ধতি নির্দিষ্ট করিয়া দিয়াছি।
উক্ত আয়াতদ্বয়ের সমষ্টিগত তৎপরয এই যে, বিভিন্ন নবীগণের শরীয়তের ধর্ম পালনের পদ্ধতি ও প্রণালীর এবং ধর্মাচরণের খুঁটিনাটি বিষয়ে হয়ত পার্থক্য আছে বটে; কিন্তু মুল ধর্মের ভিতরে কোন পার্থক্য নাই। এক আল্লাহ্‌র দাসত্ব স্বীকার করতঃ একান্ত অনুগত হইয়া তাঁহার আদেশ পালনার্থে প্রতিযোগিতা করিয়া নেক কাজে অগ্রসর হওয়াই ঈমানের আসল মুল। এখনে ধর্মীয় অনুছানাদি ও আচারণের পার্থক্য স্বরূপ বলা যায়- যেমন নামায কায়েম করার হুকুম প্রত্যেক নবীর শরীয়তেই ছিলো, কিন্তু পূর্ণাঙ্গ পাঁচ ওয়াক্ত নামায জামায়াতে আদায় করার হুকুম হইয়াছে শুধু শেষ নবী মোহাম্মাদ (সাঃ) এর শরীয়তে।

অন্য এক আয়াতে আছেঃ- তোমরা যদি আমার প্রভু আল্লাহ্‌কে না ডাক, তাঁহার নিকট প্রার্থনা না কর, তবে তাহাতে আমার প্রভুর কোনই ক্ষতি নাই।

পৃষ্ঠা  ৩৭ বোখারী শরীফ

আব্দুল্লাহ ইবনে আব্বাস (রাঃ) এখানে আল্লাহ্‌ তায়ালার নিকট প্রার্থনা (দোয়া) করাকে ঈমানের অন্তর্ভুক্ত বলিয়া বর্ণনা করিয়াছেন।

অতএব সহজেই উপলব্ধি করা যায় যে, ঈমান রত্ন কত ব্যাপক ও সম্প্রসারিত এবং কত খুঁটিনাটি বিষয়বস্তু ইহার অন্তর্ভুক্ত রহিয়াছে। সুতরাং ঈমান শুধু বিশ্বাস করার নামই নহে। 


Wednesday, February 3, 2016

ঈমান পুর্ণাঙ্গ হবেই হবে

<marquee behavior="scroll" direction="left">iccha purun </marquee>

ওমর ইবনে আব্দুল আজীজ (রঃ) খোলাফায়ে- রাশেদীনগণের অনুরূপ খলীফা অ বিশিষ্ট তাবেয়ী ছিলেন। একদা তিনি তাঁহার আলজেরিয়াস্থ গভর্নরকে একটি হেদায়েত- নামা লিখিয়া পাঠাইয়াছিলেন। উহাতে তিনি উল্লেখ করিয়াছিলেন- “নিশ্চয় জানিও ঈমানের অন্তর্গত বিভিন্ন পর্যায়ের অনেকগুলি বিষয়বস্তু রহিয়াছে- (১) ফরজ ও ওয়াজিব সমূহ, (যেগুলি অবশ্যই করণীয়, যেমন- আল্লাহ্‌ ও রসুলের আনুগত্য স্বীকার করতঃ কালেমা পড়া, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া, রমজানের রোজা রাখা, যাকাত দান করা, হজ্ব করা, দ্বীনের এল্‌ম শিখা, জেহাদ করা ইত্যাদি।) (২) মশরু বা জায়েজ বিষয় সুমহ ( যে গুলির উপর মানুষ তাহার স্বাধীন ইচ্ছা ও কর্মশক্তি প্রয়োগ করিয়া কাজ করার জন্য আল্লাহ্‌ তায়ালার অনুমতি প্রাপ্ত হইয়াছে।) (৩) নির্ধারিত সীমা সমূহ, ( অনেক স্থলে আল্লাহ্‌ তায়ালা মানুষকে স্বাধীন ইচ্ছা ও কর্মশক্তি প্রয়োগের অনুমতি দিয়েছেন, কিন্তু কোন স্থানেই তাহাকে লাগামহীন ছাড়িয়া দেন নাই। বরং প্রত্যেক ক্ষেত্রেই আল্লাহ্‌ তায়াল সীমা নির্ধারিত করিয়া দিয়েছেন সেই সকল সীমা লঙ্ঘন করার অনুমতি মোটেই নাই। যেমন- আল্লাহ্‌ তায়ালা মানুষকে চক্ষু দান করিয়াছেন এবং তদ্বারা জাগতিক কাজকর্ম দেখা ও আল্লাহ্‌র সৃষ্টি জগতের নৈপুণ্য দেখিয়া জ্ঞান আহরণ করার অনুমতি দিয়েছেন। কিন্তু সেই সঙ্গে সীমা নির্ধারিত করিয়া দিয়েছেন যে, শরীয়তের নিষিদ্ধ বস্তু দেখতে পারিবে না। যেমন- অন্যের ছতর বা গুপ্তস্থান দেখা; বেগানা স্ত্রীলোকের প্রতি দৃষ্টিপাত করা ইত্যাদি। এইরূপে মানুষের প্রত্যেকটি ইন্দ্রিয় ও শক্তিকে পরিচালিত করিবার অনুমতি আল্লাহ্‌ তায়ালা দিয়েছেন বটে, কিন্তু সর্বক্ষেত্রেই সীমা নির্ধারিত করিয়া রাখিয়াছেন। সুতরাং ঐ নির্ধারিত সীমা লঙ্ঘন করা মহাপাপ) (৪) সুন্নাহ- অর্থাৎ রসুলুল্লাহ (সাঃ) এবং তাঁহার খোলাফায়ে রাশে দীনের আদর্শ সমূহ। (এই আদর্শ সমূহ হইতে আদবকায়দা ও নিয়ম পদ্ধতি গ্রহণ করিয়া তদনুযায়ী দৈনন্দিন জীবন, ব্যক্তিগত ও পারিবারিক জীবন, সাধনা, ভজনা, ও এবাদত বন্দেগীর জীবন, সামাজিক ও রাষ্ট্রীয় জীবন প্রভিতিকে গঠিত ও পরিচালিত করিতে হইবে। জীবনের কোন ক্ষেত্রেই ঐ পবিত্র আদর্শকে মুহূর্তের জন্যও পরিত্যাগ করা চলবে না।) যাহারা ঈমানের অঙ্গ স্বরূপ উপরোক্ত চারিটি বিষয়- বস্তুকে পূর্ণরূপে আয়ত্ব ও রক্ষা করিবে তাহাদের ঈমান পুর্ণাঙ্গ হইবে। পক্ষান্তরে যাহারা এইগুলিকে যত্ন ও সাধনার সহিত পূর্ণ না করিবে তাহাদের ঈমান অঙ্গহীন ও অসম্পূর্ণ থাকিয়া যাইবে। অতএব বুঝা গেল যে ঈমান কেবলমাত্র বিশ্বাসের নামই নহে; কর্মময় জীবনের অন্তহীন সাধনা ও প্রযত্ন উহার সহিত আঙ্গাঙ্গিভাবে জড়িত রহিয়াছে। ওমর ইবনে আব্দুল আজিজ (রঃ) এ কথাও উক্ত চিঠিতে উল্লেখ করিয়াছেন যে- যদি আমি বাঁচিয়া থাকি, তবে আমি ঈমানের এই সমস্ত অঙ্গ- প্রতঙ্গ ও শাখা প্রশাখা সম্বন্ধে বিস্তারিত বর্ণনা দান করিব, যাহাতে জনসাধারণের পক্ষে উহা বুঝিতে ও তদনুযায়ী আমল করিতে সহজ হয়। আর যদি আমি মরিয়া যাই, তবে জানিয়া রাখিও- তোমাদের সংসর্গে থাকিয়া হুকুমত করার আদৌ কোন অভিপ্রায় আমার নাই।”
আরো জানুন পবিত্র জীবন গড়ুন