Buy IP

********** Welcome to Buy ip **********

Monday, November 30, 2015

শুধুমাত্র সন্দেহের জন্য একটি সংসার কীভাবে ধ্বংস হয়ে যায় তার ১টি কাহিনী (সত্য ঘটনা অবলম্বনে)

করিম সাহেব । ৩৪ বছর বয়সী । বিয়ে করেছেন এক বছর হয় নি । শখ করে বউকে ট্যাব কিনে দিয়েছেন । সেখানে ফেসবুক আই ডি খুলেছে স্ত্রী ।
করিম সাহেব সারা দিন অফিসে থাকেন । বিকেল বেলা ঘরে ফিরে আসেন । স্ত্রী করিম সাহেব এর অফিস টাইমে ফেসবুকে সময় কাটায় ।
ফেসবুকে বেশির ভাগ সময় চ্যাট করেই তার সময় কাটে । সেখানে একটা ছেলেকে ভালোও লাগে । চেহারা ছবি সুন্দর । প্রচলিত ভাষায় যাকে হট বলা হয় । সেদিক দিয়ে করিম সাহেব নিরামিষ প্রকৃতির ।
করিম সাহেব এর স্ত্রী ছেলেটার জন্য করিম সাহেব কে ডিভোর্স দিতেও দ্বিধাবোধ করে না । ছেলেটার সাথে দেখা করার ছয় মাস করিম সাহেব কে ডিভোর্স দেয় সামিয়া ।
সামিয়া ঘর ভেঙ্গে নতুন করে ঘর বাঁধার স্বপ্ন দেখে রেদওয়ান এর সাথে । রেদওয়ান ঐ ছেলেটার নাম । অতঃপর তারা ঠিক করে বিয়ের তারিখ ।
বিয়ের দিন সামিয়া বাসা থেকে বের হয়ে রেদওয়ান এর বাসায় আসে । এসে দেখে সোফায় বসে এক লোক পত্রিকা পড়ছে ।
পত্রিকা নামাতেই সামিয়া দেখে সোফায় বসে আছে করিম সাহেব । করিম সাহেব মৃদু হেসে বলেন,
  • তুমি আসলে ফাঁদে পা দিয়েছ । আমার তৈরি ফাঁদ । রেদুওয়ান আমার অফিসের বিশ্বস্ত এক ছেলে । আমিই অকে তোমার সাথে চ্যাট করতে বলেছিলাম । তুমি অর কথায় আমাকে ডিভোর্স দিয়েছ । আসলে প্রবলেম কোথায় জান? প্রবলেম হচ্ছে সন্তুষ্টি । আমরা আমাদের যা আছে তা নিয়ে খুশি থাকতে পারি না । তুমিও পার নি আমাকে নিয়ে হ্যাপি থাকতে । যাই হোক । তুমি চাইলে আমার কাছে ফিরে আসতে পার । এবং আমি জানি তুমি দ্বিতীয় ভুল করবে না ।
করিম সাহেব হাসি হাসি মুখ নিয়ে তাকিয়ে আছে সামিয়ার দিকে । সামিয়া মাথা নিচু করে আছে । তার চোখ দিয়ে টপটপ করে পানি পড়ছে



No comments:

Post a Comment