Buy IP

********** Welcome to Buy ip **********

Wednesday, September 30, 2015

আপনি আমাকে আনেক ভালবাসেন


একজন লোক মাত্র বিয়ে করে তার স্ত্রীকে সাথে নিয়ে বাড়িতে ফিরছিল তারা যখন নৌকা দিয়ে সাগর পাড় হচ্ছিলতখন হঠাৎ একটি বড় ঝড়ের কবলে পড়েছিল লোকটি ছিল একজন সাহসী যোদ্ধাকিন্তু তার স্ত্রী খুব ভীত হয়ে ওঠে যেহেতু নৌকাটি ছিল ছোট এবং যে কোন মুহূর্তে তারা নিমজ্জিত হতে যাচ্ছে এতে সে খুব নিরাশ হয়ে পড়ল কিন্তু লোকটি তখনও নীরব এবং শান্ত ছিল যেন কিছুই ঘটেনি 

মহিলার আতঙ্কগ্রস্ত এবং কম্পিত কন্ঠে জিজ্ঞেস করল, “আপনি কি ভীত নন ?” এটাই আমাদের জীবনের শেষ মুহূর্ত হতে পারেশুধুমাত্র কিছু অলৌকিক ঘটনা আমাদের রক্ষা করতে পারেঅন্যথায় মৃত্যু নিশ্চিত
লোকটি হাসতে হাসতে তার তলোয়ারটি খোলস থেকে বের করল মহিলাটি আরো আতঙ্কিত হয়ে পরলসে আসলে কি করতে যাচ্ছেতারপর সে তার খোলা তলোয়ারটি তার স্ত্রীর প্রায় গলাকে স্পর্শ করে ধরে রাখল...
সে বলল, “তুমি কি ভয় পাচ্ছ?”
তার স্ত্রী হাসতে শুরু করল আর বলল, “আমি কেন ভয় পাবতলোয়ারটিতো আপনার হাতেকেন আমি ভয় পাবআমি জানি যে আপনি আমাকে আনেক ভালবাসেন

সে তলোয়ারটি খোলসের ভিতর রাখতে রাখতে বলল, “তুমি আমার উত্তর পেয়েগেছ” আমি জানি আল্লাহ আমাদের ভালবাসেনএবং ঝড় তাঁরই হাতে
তাই যাহা-কিছুই হতে যাচ্ছে ভালই হবে যদি আমরা বেঁচে থাকিভালোআর না বাচলেওভালোকারণ সবকিছু তাঁর হাতে এবং তিনি কোন ভুল কিছু করতে পারেন না
সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস বৃদ্ধি করো এবং তাঁর প্রতি বিশ্বাস রেখো যিনি তোমার জীবনকে পুরো বদলে দিতে সক্ষম সবকিছুই কোন একটি কারণেই ঘটে


No comments:

Post a Comment