Buy IP

********** Welcome to Buy ip **********

Sunday, September 27, 2015

৫টি ভালো কাজ যা হয়তো একটু খেয়াল করলেই আমরা করতে পারি, দরকার শুধু একটুখানি উপলব্ধি।


১. মায়ের মুখে হাসি ফোটাতে না পারলেও কখনও মায়ের চোখের পানি 

ঝরাবেন না।

২. আপনার সন্তানকে পৃথিবীর সব ঐশ্বর্য না দিতে পারলেও তার হৃদয়ে 


একটি মানবতার প্রদীপ জ্বেলে দিন।

৩. ভালোবাসার মানুষটাকে সুখে ভাসাতে না পারলেও তার মনে 


কখনও দু:খ দিবেন না।

৪. পুরো অসহায় সমাজের দায়িত্ব নিতে না পারলেও অন্তত একটি 


অসহায় মানুষের দায়িত্ব নিন।

৫. প্রতিদিন রাতে ঘুমানোর আগে মৃত্যুকে স্মরণ করুন এবং সকালে 


আবার পৃথিবীকে নতুন করে দেখার জন্য 

সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া প্রকাশ করুন।


No comments:

Post a Comment