Buy IP

********** Welcome to Buy ip **********

Thursday, December 10, 2015

ভাপা পিঠা

 ভাপা পিঠা। ভোজনরসিক হিসেবে আমরা সবার উপরে। যিনি এই পিঠা খেয়েছেন খুব ভালো করে জানেন স্বাদ কেমন। বাংলাদেশের প্রায় সবাই এর স্বাদ জানে। আমরা সাধারনত শীতে পিঠা খাই। কিন্তু কোথাও এখন পর্যন্ত বলা হয়নাই এই পিঠা শুধুমাত্র শীতেই খেতে হবে। সবাই সবাইকে দাওয়াত দিন আর পিঠা খাওয়ান। সাথে আমাদের ও দাওয়াত দিলেন। এসে আপনার এলাকা ঘুরে গেলাম আর কিছু খাওয়া দাওয়া আর আড্ডা ও হল। 



No comments:

Post a Comment