Buy IP

********** Welcome to Buy ip **********

Thursday, April 28, 2016

জাহান্নাম



-- জাহান্নাম -(الجهذم)--
ছোট একটা পোষ্ট পড়ার চেষ্টা করবেন ....?....জাহান্নাম কি...
. যারা আজ ইসলামকে পরিপূর্ন ভাবে মেনে নিতে অস্বীকার করছে এবং যারা মুসলিম হয়েও ইসলাম বহিভূর্ত কাজ করছে তারাই জাহান্নামিদের অন্তর্ভুক্ত।যারা সৎ কর্ম করবে তারাই সফলকাম হবে এবং তাদের জন্য জান্নাত অনুরুপভাবে যারা অসৎ কাজ করবে তারা জাহান্নামি হবে তবে সেটা বিচারের দায়িত্ব মহান রব্বুল আলামিনের।
.
.... কোরআনে জাহান্নামি সমপর্কে...
.. সুরা নাবা এর ২১-২৩ নং আয়াতে এরশাদ হয়েছে...- নিশ্চয় জাহান্নাম প্রতীক্ষায় থাকবে,সীমালংঘনকারীদের আশ্রয়স্থলরূপে। তারা তথায় শতাব্দীর পর শতাব্দী অবস্থান করবে।
....
আর জাহান্নাম কেমন হবে সে সমপর্কে কোরআনে সূরা আল মুদ্দাসসির:২৭-৩০ নং আয়াতে এরশাদ হয়েছে..
..আপনি কি বুঝলেন জাহান্নাম কি.?. এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না।মানুষকে দগ্ধ করবে। এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)।
....
সুতরাং সেই জাহান্নামকে ভয় করুন,, নিজে জানুন এবং মুসলিম ভাই হিসাবে আরেক জনকে জানিয়ে ঈমানি দায়িত্ব পালন করুন।


No comments:

Post a Comment