Buy IP

********** Welcome to Buy ip **********

Saturday, April 9, 2016

হীরার চেয়েও দামি



তুমি কি কোন লোহার দোকানে গিয়েছো? --হ্যাঁ গিয়েছি। --তা কিভাবে রাখা হয়? --খোলা ভাবে। --তুমি কি রুপার দোকানে গিয়েছো? --হ্যাঁ গিয়েছি। --তা কিভাবে রাখা হয়? --ঢেকে রাখা হয়। --তুমি কি স্বর্ণের দোকানে গিয়েছো? --হ্যাঁ গিয়েছি। --তা কিভাবে রাখা হয়? --তা রুপার চেয়েও বেশী ঢেকে রাখা হয়। --তুমি কি হীরার দোকানে গিয়েছো? --হ্যাঁ গিয়েছি। তা কেমনে রাখা হয়? --তা স্বর্ণের চেয়েও বেশী গুরুত্ব সহকারে ঢেকে রাখা হয়। কেননা তার দাম অত্যন্ত বেশী তাই,যেন তাতে ময়লা না লাগে। . ইসলামে মহিলাদের মান ও সম্মান হীরার চেয়েও অনেক অনেক গুন বেশী। তাই তুমি পর্দায় থাকবে।যারা তোমাকে ছোট ড্রেস পরতে বলছে, তারা তোমাকে লোহার মত ব্যবহার করতে চাই। তোমার শরীরে দাগ দেবে, ময়লা লাগাবে, মরিচা ফেলবে। তারপর ছুড়ে ফেলে দেবে ডাস্টবিনে। ওরা তোমাকে হীরা ভাবে না, ভাবে লোহা। যা সাময়িক ব্যবহারের পর ফেলে দেবে। . তাই একটু বিবেক বুদ্ধি দিয়ে ভেবে দেখুন যে, আপনার মান সম্মান ও ভবিষ্যৎ এর কথা । মনে রাখবেন এটাই কিন্তু শেষ দুনিয়া নয়, আখিরাত বলেও কিন্তু কিছু আছে, বন্ধু ভেবে বললাম রাগ করোনা...আমাদের বোনদের যদি পর্দা করে চলে তাহলে কোনো ছেলেই পারবে না আমাদের অসম্মান করতে কারন সবাই কোনো না কোনো মা এর সন্তান.... আসুন নিজে পর্দা করি অন্নকেও পর্দা করতে উৎসাহিত করি,,,
আমি এক আল্লাহ্ গোলাম,,,


No comments:

Post a Comment