
মা শুধু কাদে ছেলের রুগ মুক্তির জন্যে............
(আবুলের রক্ত পরীক্ষা করার জন্য যুক্ত রাষ্টে পাঠানো হলো।)
প্রথমে সে নিজেকে লুকিয়ে রাখতো লোক চক্ষুর আড়ালে,,তার
পরিবার,,বাবা,মাও অভিশাপ মনেকরে কাউকেই বলতোনা কিছু।যখন আবুলের রোগটি ব্যাপক আকার নেয়,,তখন আবুল পরিবার কে কিছু না জানিয়ে একদিন রাতের আধারে গৃহত্যাগী হয়। আবুল ঘুরতে থাকে রোগ মুক্তির আশায়,,ভিবিন্ন মাজারে,,মাজারে।এক স্থানে বেশি দিন কখনই থাকেনি আবুল। এক সময় ক্লান্ত হয়ে পরে আবুল..শিকড় গুলো বেশ বড় এবং ভারী হয়ে যাওয়াতে সিদ্ধান্ত নেয় বাড়ি ফিরার।তার পর ঢাকা মেডিক্যাল হাসপাতাল এবং মিডিয়া পাবলীসিটি।পৃথিবীতে এমন জটিল আচিল ধরনের রুগী আবুল একা নয়।তবে চিনদেশের ভাইটির চিকিৎসায় সফল হতে পারেনি কয়েকটি দেশের ডাক্টার মিলেও।আবুলের ভাগ্যে যেনো এমন না হয় আমরা এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। হে আল্লা তোমার মহিমা ও দয়া অপার আমাদের পানাহা দান করুন।(আমিন)
No comments:
Post a Comment