Buy IP

********** Welcome to Buy ip **********

Tuesday, October 6, 2015

পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার



পৃথিবীর সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হল -একটি মেয়ে ঘরের বাহিরে কত লাজুক কিন্তু মায়ের সাথে কত নিষ্ঠুর!

মায়ের সাথে আমরা মেয়েদের সম্পর্ক একটু বেশী। কিন্তু আফসোসের বিষয় হল -মা তার মেয়েকে প্রকাশ্যে বা গোপনে কত কিছু যে শিক্ষা দেয় তা কারো অজানা বা অস্বীকার না করলেও কিন্তু এই আমরা মেয়েরাই কথায় কথায় মা 'কে কষ্ট দিয়ে থাকি!
বাসার পাশেই দেখি সংসারের নানা কাজ নিয়ে একটু সমস্যা হলেই 'মা 'কে এক হাত নিয়ে কষ্ট দিতে ছাড়েনা!অনেক সময় মেয়ের আচরণে একজন মা কে কাদতেঁও হয়। ভাবুনতো মা তার মেয়ের জন্য কত টেনশন বা কত কষ্ট করে। মা মেয়েকে বিয়ে দিয়ে সবচেয়ে বেশী কান্না করে এবং বিয়ে দিয়ে সন্তান হওয়া পর্যন্ত মা কিনা করে?
হাদীছ শরীফে এসেছেএক ব্যক্তি রাসূলুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেনইয়া রাসূলাল্লাহ! আমার সদাচারের বেশী হকদার কেতিনি বললেনতোমার মা। ছাহাবী বললেনএর পর কেতিনি বললেনতোমার মা। ছাহাবী বললেনএর পর কেতিনি বললেনতোমার মা। ছাহাবী বললেনএর পর কেতখন নবী ছাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেনএর পর তোমার বাবা। (সহীহ বুখারীহাদীস : ৫৯৭১)
আমি বলি এত এবাদত করে তুমি যে জান্নাত হাসিল করবে সেটাও কিন্তু তোমার মায়ের সন্তুষ্টির মধ্যে নিহিত।




No comments:

Post a Comment