Buy IP

********** Welcome to Buy ip **********

Friday, October 2, 2015

আহলে হাদিসদের প্রতারণামূলক ৪১টি প্রশ্নের দাঁতভাঙা জবাব

দ্বিমুখী মাযহাবী তথা আহলে  হাদিসদের প্রতারণামূলক ৪১টি প্রশ্নের দাঁতভাঙা জবাব পড়ুন!

বর্তমানকালের সব চেয়ে জঘন্যতম ফেতনা ও চরম প্রতারক কথিত আহলে হাদিস তথা লামাযহাবী ফেতনা।
এরা খুব কৌশলে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করে দিতে পারে। এদের সব চেয়ে কৌশলী অস্ত্র হল, মিথ্যাচার আর অহর্নিশি সহীহ
হাদিসের ফুলঝুরি। বড্ড অবাক হই, এরা কোনো ইমামের তাকলীদ করা তথা ফতুয়া মানাকে অন্ধ বিশ্বাস বলে কটাক্ষ্য করেঅপর দিকে নিজেরাই শায়খ আলবানীর নাম জপতে জপতে মুখে ফেনা তুলে পেলে। এটা কি তাদের দ্বিমুখী চরিত্র নয়?
আমি সেজন্য তাদের নাম রেখেছি দ্বিমুখী মাযহাবী গত কতেক দিন আগের কথা। ভ্রষ্ট প্রতারক দ্বিমুখী মাযহাবীদের 
(আহলে হাদিস) এক অনুসারী আমাকে এবং আমার আরো একজন দ্বীনি ভাইকে চ্যালেঞ্জ করে মাযহাবের প্রতি গ্ণমানুষের 
মনে সন্দেহ সৃষ্টি করা যেতে পারে এমন অতি অন্তঃসারশূন্য কিছু প্রশ্ন (আনুমানিক ৪১টি) ছুড়ে দিয়েছে। আমরা এখানে সংক্ষেপে তাদের উক্ত প্রতারণামূলক প্রশ্নগুলোর উত্তর দেবইনশাআল্লাহ। লক্ষ্য রাখবেনপ্রশ্নগুলো তাদের এবং উত্তরগুলো আমাদের।
১। মাযহাব কাকে বলেউত্তর: ইসলামী শরীয়তেমুজতাহিদ ফীশ শরীয়তের রায় বা মতকে মাযহাব বলে। যেমন- ইমাম আবূ হানীফা, মালিক, শাফেয়ীআহমাদলাইছ, সুফিয়ান সওরীআওযায়ী প্রমুখ (রাদ্বিআল্লাহুতালা আনহুম)। মুজতাহিদ ফীশ শরীয়ত হচ্ছে, যেসব মুজতাহিদ ইজতিহাদের নীতিমালা নির্ধারণ করেছেন।
২। মাযহাবের শাব্দিক অর্থ কি? উঃ মতপথরায়স্কুল ইত্যাদি। 
৩। প্রচলিত চার মাযহাব মান্য করা কি ফরযউঃ না। তবে, ওয়াজিব।
৪। যদি ফরয হয়ে থাকে তা হলে এই ফরযটি উদ্ভাবন করল কেউঃ আগেই বলেছিফরজ নয়। ইমামগণের নামেই মাযহাবগুলো প্রচলিত হয়েছে। কেননাতাঁরাতাঁদের অনুসারী ফকীহগণ ইসলামী আইনশাস্ত্রে যে অবদান রেখেছেন – তাঁদের পরে তা আর কেউ পারেন নি। ফলেসিংহভাগ মুসলিম জনগোষ্ঠী এ চার মাযহাব গ্রহণ করেছেন। আর বাকিগুলো বিলুপ্ত হয়ে গেছে।
৫। ইহা কি সকলের জন্যই? উঃ মুজতাহিদ ছাড়া বাকি মুসলমানের জন্যেই। 
৬। না কিছু লোকের জন্য  উঃ ৫নং উত্তর দেখুন। 
৭। যারা  চার মাযহাব মানে নাতারা কি মুসলমান নয়উঃ কোনো গায়ের মুজতাহিদ মুসলমান চার মাযহাবের কোনোটি না মানলেসে নামমাত্র মুসলমান। 
৮। হানাফীশাফেয়ী মালেকী হাম্বলী এই চার মাযহাব কখন সৃষ্টি হয়েছেউঃ এ চার মাযহাবের জন্ম হয়েছেখাইরুল কুরুন
বা প্রসিদ্ধ ৩ যুগে।
৯। কে সৃষ্টি করেছে     উঃ আল্লাহুতালা সৃষ্টি করেছেন। 
১০। কেন করেছেউঃ তিনি মানুষের প্রয়োজনেই সব সৃষ্টি করে থাকেন। বিস্তারিতভাবে জানতে তাঁর সঙ্গে যোগাযোগ করুন।
১১। ইহা করা এবং মানার জন্য  কি আল্লাহ এবং রসুলের নির্দেশ আছেউঃ হাঁ। ৪ মাযহাবের ইমামগণ আল- কুরআনে বর্ণিত উলুল আমরের (৪:৫৯ ও ৮৩) অন্তর্গত। 
১২। যাদের নামে মাযহাব    সৃষ্টি করা হয়েছে তারা কি এই মাযহাবগুলি বানিয়ে নিতে বলেছেন (কিংবা দাবি করেছেন? উত্তর— তাঁদের কেউ কেউ বলেছেন। যেমন- ইমামে আযম (রাদ্বিআল্লাহুতালা আনহু) বলেছেন: “ যখন হাদিস সহীহ হয়, (তাহলে বুঝতে হবে) সেটাই আমার মাযহাব। এখানে তিনি স্পষ্টভাবে আমার মাযহাব” দাবি করেছেন। ইমামে আযম আবু হানিফা (আলাইহির
রাহমাহ)-এর এ উক্তি দ্বারা আরো একটি বিষয় সুস্পষ্ট হয়ে গেল যেউনার সমুদয় গবেষণালব্ধ রায়গুলো সহীহ হাদিস নির্ভর  ছিলতা নয় কি? অন্যথা এরকম কথা বলার কী অর্থ! ইবনে আবেদীনের হাশিয়া (১/৩৬)- এর উদ্ধৃতি দিয়ে কথিত আহলে হাদিসরাও প্রচার করে বলে যেইমাম আবু হানিফা (রহ) বলেছেন- যখন সহীহ হাদিস পাওয়া যাবে, জেনে রেখো সেটাই আমার
মাযহাব। আসলে ওরা নিজেদেরই অজান্তে স্বীকার করে নিয়েছে যে, ইমাম আবু হানিফা (রহ) স্বীয় গবেষণালব্ধ মত ও রায়কে 
নিজেরই মাযহাব বলে স্বীদ্ধান্ত দিয়ে গেছেন। অপ্রিয় হলেও সত্য যেকথিত আহলে হাদিসের এ রকম গদবাধা প্রচারণা আখের
নিজেদেরই গলার কাঁটায় পরিণত হল। →→ প্রকাশ থাকে যেইমাম আবু হানিফা (রহ) -এর উক্ত কথাটি  ওরা যে রূপ শব্দ
চয়নে প্রচারণা চালাচ্ছেতা হুবহু কিন্তু সে রকম নয়। বরং উনার বক্তব্য ছিল ঠিক নিম্নরূপ  ﺍﺫﺍ ﺻﺢ ﺍﻟﺤﺪﻳﺚ ﻓﻬﻮ ﻣﺬﻫﺒﻲ “যখন হাদিস সহীহ হয়, (তাহলে বুঝতে হবে) সেটাই আমার মাযহাব।” এখন আমার প্রশ্ন হললামাযহাবীদের উক্ত প্রচারণার ভেতর পাবে” শব্দের আরবী কীজবাব আছে কি? তাছাড়া উনার উপরিউক্ত বক্তব্যের মুখাতিব কোনো স্বাধারণ ব্যক্তি ননবরং  জতাহীদ ফিল মাযহাব ইমামগ্ণই উনার একমাত্র মুখাতিব (সম্ভোধিত ব্যক্তি বর্গ)। আর তারা হলেনইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফইমাম যুফার প্রমুখ (আলাইহিমুর রাহমাহ) । কাজেই আবারো প্রমাণিত হল আহলে হাদিস নামধারী দ্বিমুখী ভ্রষ্টরা গ্ণমানুষের মনে সন্দেহ সৃষ্টি করার জন্য ইমামদের কথার বিকৃতি সাধনে বড্ড পারঙ্গম !! সুতরাং হানাফী মুজতাহিদ ও ফকীহগণ
যেসব হাদীছ সহীহ মনে করেন  সেসব আমাদের কাছেও সহীহ। অন্যান্য মাযহাবীও যার যার মাযহাবের ক্ষেত্রে প্রায় একই নীতি মেনে চলেন। তাছাড়া, তাঁরা পবিত্র কুরআনসুন্নাহ, ইজমা, কিয়াস ইত্যাদির আলোকে লাখ লাখ ফতোয়া ও মাসয়ালার যেসব যৌক্তিক সমাধান দিয়েছেন  তা আর কারো থেকে পাওয়া যায় না। আর তাই, সিংহভাগ মুসলিম উম্মাহ এ চার মাযহাব বরণ  করেছেন। 
১৩। রাসূল সঃ এবং তার  সাহাবীগনের মাযহাব কি ছিলউঃ তাঁর যুগে মাযহাব বা হাদীছের কিতাবের তেমন দরকার ছিলো না। ননাতিনি নিজেই সব সমস্যার সমাধান দিতেন। তবে, তাঁর ওফাতের পরমুজতাহিদ সাহাবীগণের মাযহাব ছিলো – যা গায়ের মুজতাহিদ সাহাবীগণ অনুসরণ করতেন। 
১৪। উহা কি এখনও প্রচলিত আছে? নাকি বন্ধ হয়ে গেছে? উঃ সেগুলো চার মাযহাবে এসে মিশে গেছে। 
১৫। বন্ধ হলে কে বন্ধ করলউঃ ১৪নং উত্তর দেখুন।
১৬। কেন করলউঃ ১৪নং উত্তর দেখুন।
১৭। বন্ধ করার অধিকার কে দিল উঃ ১৪নং উত্তর দেখুন। আপনারা পারলেচালু করুন।
১৮। আর যদি বন্ধ না হয়ে থাকে  তবে অন্যের নামে মাযহাব সৃষ্টি করার প্রয়োজন কিউঃ কোনো সাহাবীর নামে এখন হাদীছের  কিতাব নেই বললেই চলে। অথচ চার মাযহাবের ইমাম ও সিহাহ সিত্তাহর সংকলক এবং অন্যান্যের নামে হাদীছের কিতাব রয়েছে। কেনআর ১২নং উত্তর দেখুন।
১৯। চার মাযহাব মান্য করা ফরয   হলে যারা চার মাযহাব মানেন না অথবা চার মাযহাব সৃষ্টি হওয়ার আগে যারা মৃত্যুবরণ  করেছেন তাদের উপায় কিউঃ ৩নং উত্তর দেখুন। সত্যিই যারা (মুজতাহিদ নন) মাযহাব না মেনে মারা গেছেন – তাদের নিয়ে  আমরাও চিন্তিত! কিন্তু কেউ অপরাধ করলেআমাদের আফসোস করা ছাড়া আর কীবা করার আছে বলুনআর মাযহাব সৃষ্টি হওয়ার আগে মানে হচ্ছে, নবীজীর যুগে। এ ব্যাপারে ১৩নং উত্তর দেখুন। 
২০। (নাউযুবিল্লাহ) তারা কি দোযখী হবেনউঃ মুসলিম উম্মাহর মাঝে বিশৃংখলা সৃষ্টি বা ফেতনাবাজির অপরাধে মাযহাব অমান্যকারীদের দীর্ঘদিন ধরে দোযখে থাকার কথা। এ ব্যাপারে বিস্তারিতভাবে জানতে আল্লাহুতালার সঙ্গে যোগাযোগ করুন।
২১। ইমাম চার জন কোন মাযহাব মানতেনউঃ চার ইমামতো মুজতাহিদ। আর আগেই বলেছি যেমুজতাহিদদের জন্যে  মাযহাব মানা ওয়াজিব নয়। তবে যখন তাঁরা মুজতাহিদ হন নি  তখন তাঁরা তাদের উস্তাদগণের মতামত অনুসরণ করতেন।
২২। তাদের পিতা-মাতাওস্তাদ  মণ্ডলি ও পূর্বপুরুষগণ কার মাযহাব মেনে চলতেনউঃ তাঁদের মা- বাবার বিস্তারিত জীবনী জানা যায় না। তবে, তাঁদের অধিকাংশ উস্তাদই মুজতাহিদ ছিলেন। 
২৩। সেই মাযহাব কি এখন মানা যায় নাউঃ চার মাযহাব ছাড়া বাকিগুলো বিলুপ্ত হয়ে গেছে। তবেউদ্ধার করতে পারলে, মানতে পারবেন বৈকি। 
২৪। ঈমানদারীতে ও কুরআন  হাদীসের বিদ্যার চার ইমাম শ্রেষ্ঠ ছিলের না চার খলীফাউঃ অবশ্যই চার খলীফা। 
২৫। যদি খলীফাগণ শ্রেষ্ঠ       হয়ে থাকেন তবে তাদের নামে মাযহাব হল না কেনউঃ প্রথমতআমারও প্রশ্ন খলীফাগণ শ্রেষ্ঠ হওয়া সত্ত্বেও তাঁদের নামে হাদীছের কিতাব না হয়ে বুখারী- মুসলিমদের নামে হলো কেনআর আপনারাও সেগুলোর তাকলীদ বা অন্ধ অনুসরণ করেন কেনঅর্থাৎ বুখারী শরীফ, মুসলিম শরীফ ইত্যাদি আছে। কিন্তু আবূ বকর শরীফওমর শরীফ, উছমান
শরীফ প্রভৃতি কৈদ্বিতীয়ততাঁদের সকল ফতোয়া সংরক্ষিত হয় নি  যেভাবে তাঁদের বর্ণিত সকল হাদীছও সংরক্ষিত হয় নি। 
২৬। তারা কি ঈমামগণ অপেক্ষা   কম জ্ঞানী বা যোগ্য ছিলেনউঃ না।
২৭। নবীর নামে কালেমা পড়বে ইমামদের নামে মাযহাব মানবে আর পীর-ফকিরদের তরিকা মত চলবে এই নির্দেশ কুরআন  হাদীসের কোথায় আছেউঃ প্রথমতসিহাহ সিত্তাহ মানার কথা পবিত্র কুরআন ও হাদীছ শরীফের কোথায় আছে? দ্বিতীয়ত নবীজী সাহেবে কুরআন হতে পারলে  সাহেবে কালেমা হতে পারবেন না কেন? যে তাঁর নামে কালেমা পড়তে অস্বীকার করবে – সে কাফের! কেননা, ঈমানের মূল হচ্ছেতাওহীদ ও রিসালাত। তাঁর নামে কলেমা পড়তে অস্বীকার করা মানেরিসালাতকেই অস্বীকার করা। তৃতীয়তইমামগণের মাযহাব ও কামেল পীরদের তরীকা মানার কথা আল- কুরআনে অনেক রয়েছে। যেমন- (ক) 
আমাদেরকে সোজা পথে পরিচালিত করো তথা যাদেরকে তুমি নিয়ামত দান করেছো – তাদের পথে। (১:৫ ও ৬)। (খ) যেদিন আমি প্রত্যেক গোষ্ঠীকে তাদের ইমামসহ ডাকবো। (১৭:৭১) । (গ) আর যে আমার পানে দিক- নির্দেশনা দেয় – তার পদাঙ্ক অনুসরণ  করো। (৩১:১৫) । (ঘ) … সুতরাং তোমাদের জানা না থাকলে  যারা জানে তাদেরকে জিজ্ঞেস করো (১৬:৪৩)। (ঙ) যারা ঈমান  এনেছো  তাদেরকে বলছি! তোমরা আল্লাহর তাবেদারী করো এবং রাসূল ও তোমাদের হুকুমদাতাদের তাবেদারী করো। তবে কোন 
ব্যাপারে তোমাদের মাঝে মতবিরোধ হলে – তোমরা যদি আল্লাহ্ ও আখেরাতে বিশ্বাসী হও  তাহলে তা (মতবিরোধের বিষয়টি) আল্লাহ ও রাসূলের সমীপে পেশ করো। ওটাই কল্যাণকর এবং এর ফলাফল খুবই ফলপ্রসূ। (৪:৫৯)। (চ) আর তাদের কাছে শান্তি বা ভয়ের কোন খবর এলেই  তারা তা বলে বেড়াতো; বরং তারা তা রাসূল কিংবা তাদের হুকুমদাতাদের গোচরে আনলে  তারা তাদের গবেষকদের কাছ থেকে তার আসল ব্যাপারটা জানতে পারতো। তদুপরি, তোমাদের উপরে আল্লাহ্র ফযল  রহমত না থাকলে – অল্প কয়েকজন ছাড়া তোমরা (সবাই) শয়তানের পদাঙ্কই অনুসরণ করতে (৪:৮৩)। (ছ) যারা তোমাদের কাছে কোন প্রতিদান চায় না এবং যারা হেদায়েত পেয়েছে – তোমরা তাদেরকে অনুসরণ করো। (৩৬:২১)।
২৮। আল্লাহর নবীর কি মাযহাব    বা তরীকা নাইউঃ মাযহাব ও তরীকা এমন জিনিস – যার বিকল্প রয়েছে। যেমন- হানাফী, মালিকী, শাফিয়ী ও হাম্বলী  এগুলো একটি আরেকটির বিকল্প। তেমনিকাদিরিয়াচিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া  ইত্যাদিও। তাই, নবীজীর নামে মাযহাব ও তরীকা হতে পারে না, বরং তাঁর নামে দ্বীনশরীয়ত, উম্মত ইত্যাদি হতে পারে –  যেগুলোর কোনো বিকল্প নেই। যেমন- দ্বীনে মুহাম্মাদী, শরীয়তে মুহাম্মাদী, উম্মতে মুহাম্মাদী। 
২৯। সেই মাযহাব বা তরীকা কি  যথেষ্ট নয়উঃ ২৮নং উত্তর দেখুন।
৩০। নবীর প্রতি ইসলাম কি   পরিপূর্ণ করা হয় নাইউঃ অবশ্যই করা হয়েছে। তারপরেও আপনারা সিহাহ সিত্তাহর এবং আমরা  মাযহাবের অনুসরণ করি। 
৩১। রাসুলুল্লা (সঃ) কি কামেল         নবী ননউঃ নিঃসন্দেহে।
৩২। ইসলাম কি মুকাম্মাল ধর্ম      নয়? উঃ নিঃসন্দেহে। কিন্তু তাই বলে, ইসলাম মাযহাব বা সিহাহ সিত্তাহবর্জিত নয়। 
৩৩। ইসলাম পূর্ন পরিনত    এবং নবী মুহাম্মাদ (সঃ) কামেল হয়ে থাকলে অন্যের মত ও পথ মান্য করার অবকাশ কোথায়উঃ ল- কুরআনই তা বলেছে। ২৭নং উত্তর দেখুন। তাছাড়াআপনারা হাদীছ শরীফ মানার ব্যাপারে কেন ইমাম বুখারী, মুসলিম মুখের  কথা বা দাবির তাকলীদ করেনতাঁরাতো কেউই তাবে তাবেঈনও ছিলেন না? 
৩৪। যারা পূর্ণ পরিনত ইসলাম     এবং কামেল নবীকে অসুম্পূর্ণ প্রমান করে অন্যের দ্বারা তা পূর্ণ করার স্বপ্ন দেখেছেতারা কি কুরআন  হাদীসের বিরোধিতা করছে না? উঃ প্রথমতনবীজী কামেল নবী এবং তিনি কামেল ধর্ম ইসলাম রেখে যাওয়ার পরেও আপনারা অনেক পরে সৃষ্ট সিহাহ সিত্তাহর অনুসরণ করে কি নবীজী ও ইসলামের কামালিয়তকে চ্যালেঞ্জ করছেন না? দ্বিতীয়তযেহেতু ইসলাম ৩টি আনুগত্যের (আল্লাহুতালা, নবীজী ও উলুল আমর) কথা বলেছে  সেহেতু মাযহাব ও তরীকা অনুসরণ করা মানেপরিপূর্ণ ইসলামেরই অনুসরণ করা। নইলেআপনারা সিহাহ সিত্তাহ মানেন কেনএর গ্রহণযোগ্যতার দলিল কী? 
৩৫। যে দলটি মুক্তি পাবে বলে নবী (সঃ) সুস্পষ্টভাবে ঘোষনা করেছেন  সেই নাযাত প্রাপ্ত দল চার মাযহাবের কোনটিউত্তর:  ৪টি মাযহাবের পথই নাজাতের পথ। কেননা, মাযহাবের ফকীহগণ একে-অপরের ঈমানকে চ্যালেঞ্জ করেন নি। এ চার মাযহাবের অনুসারীরাই আহলে সুন্নত ওয়াল জামায়াত। মোট কথা, নদী যেমন সাগরে গিয়ে মিশেছে  চার মাযহাবও তেমনি সিরাতুল মুস্তাকীমে গিয়ে মিশেছে। 
৩৬। বেহেস্তের পথ বা সিরাতুল
মুস্তাকীম বুঝাবার জন্য নবী (সঃ) একটি সরল রেখা অঙ্কন করে বললেনইহা আল্লাহর পথ। তোমরা ইহার অনুসরণ কর। তৎপর ঐ সরল রেখাটির ডানে ও বামে কতকগুলি রেখা আঁকলেন এবং বললেনএই পথ গুলির প্রত্যেকটির একটি করে শয়তান আছে।  তারা নিজ নিজ পথের দিকে ডাকছে। তোমরা ঐ পথ গুলির অনুসরণ করিও না। যদি কর, তা হলে তারা তোমাদিগকে সরল পথ
হতে বিভ্রান্ত করে ফেলবে- (মিসকাত)। এই হাদিস অনুযায়ী রসুলের (সঃ) পথ সিরাতুল মুস্তাকীম ব্যতীত অন্য পথগুলি কি  শয়তানের পথ নয়? উঃ প্রথমত৩৫নং উত্তর দেখুন। দ্বিতীয়তচার মাযহাবের ইমাম  সত্যিকারের অনুসারীগণ ঐ সরল পথে রয়েছেন  যেভাবে মাওলা আলী ও মুয়াবিয়া (রাদ্বিআল্লাহুতাইয়ালা আনহুমা) উভয়ই সরল পথে রয়েছেন। দেখুন, তাঁরা একে  অপরের সঙ্গে যুদ্ধ করে ৭০,০০০ মুসলিম মেরেছেন। অথচ এক মাযহাবীদের সঙ্গে অন্য মাযহাবীদের কখনো কি এমন রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছেতারপরেও তাঁরা দুজনই কিন্তু সিরাতুল মুস্তাকীমে ছিলেন ও আছেন। সিহাহ সিত্তাহে তাঁদের দুজন থেকেই বর্ণিত 
অনেক হাদীছ শরীফ গ্রহণ করা হয়েছেতাই নাতৃতীয়ত, আসলে, ঐ দ্বিমুখী মাযহাবীগুলোই হচ্ছে, নাজির হোসেনসিদ্দীক সান
খান ভূপালীস্যার সৈয়দ আহমদ, আব্দুল্লাহ চকড়লভীগোলাম আহমেদ পারভেজনাসিরুদ্দীন আল- আলবানীইবনে বাজজাকির নায়েক প্রমুখ । 
৩৭। কালেমা পড়া হয় নবী (সঃ)এর নামেকবরে রাখা হয় নবীর (সঃ) তরীকায়, কবরে জিজ্ঞাসা করা হবে নবীর (সঃ) কথাহাশর ময়দানেও নবীর (সঃ) শাফায়াত করবেন- সেই মহা নবী (সঃ) এর তরীকা বাদ দিয়ে অন্যের তরিকা মানলে নাজাত পাওয়া যাবে কি? উত্তর: প্রথমতআগেই বলেছি যে, নবীজীর নামে তরীকা হতে পারে না; বরং মাযহাব অবলম্বনকারীরা যেসব তরীকা মানে – সেসবই তাঁর তরীকা। কারো নাম ভিন্ন হতে পারে। কিন্তু সে নবীজীর উম্মত। তেমনি, কাদিরিয়া, চিশতিয়াসোহরাওর্দীয়া, নকশবন্দিয়া ইত্যাদির নাম ভিন্ন ভিন্ন হতে পারে। কিন্তু এসবই তাঁর তরীকা তথা সিরাতুল মুস্তাকীম নামক নাজাতের সাগরের এক একটি দরিয়া। আর ঐ পীর সাবরা উলুল আমরের অন্তর্গত। দ্বিতীয়তআপনারাও সেই নবীজী হাদীছ শরীফ বাদ দিয়ে সিহাহ সিত্তাহর হাদীছ মানেন কেন? এসবতো কোনো তাবে’ তাবেঈনও সত্যায়ন করেন নি? 
৩৮। বাংলাদেশে মাযহাব ও   পীরের অন্ত নাইযত পীর তত তরীকা। পীর সাহেবরা আজকাল কেবলা বানিয়ে নিয়েছে। মানুষ কি মানুষের কেবলা হতে পারে? উঃ অবশ্যই হতে পারে। এ ব্যাপারে ৪১নং উত্তরে বিস্তারিত আলোচনা করেছি। 
৩৯। তারা তাদের   আস্তানাগুলিকে দায়রা শরীফ, খানকা শরীফমাযার শরীফওরশ শরীফউরসেকুল প্রভৃতি নাম  দিয়ে মুসলমানদের তীর্থস্থান মক্কা শরীফ ও মদীনা শরীফের অবমাননার অপচেষ্টায় মেতে উঠেছে। উঃ মিথ্যে কথা। কোনো হাক্কানী পীর বা মুরীদ কখনো মক্কা ও মদীনা শরীফাঈন অবমাননা করতে পারেন না। তবে, প্রত্যেক ধর্মে বা মতাদর্শে ৩ কিসিমের লোক থাকে। যথা- ক) নিষ্ঠাবানখ) উদার ও গ) ভন্ড। কিন্ত খ ও গ কিসিমের লোকদের দিয়ে তাদের ধর্ম বা মতাদর্শের মূল্যায়ন করাটা  আহাম্মকি ছাড়া আর কিছুই নয়। কেননাকেউ কোনো ধর্ম বা মতাদর্শ না মানলে – সেটা তার ধর্ম বা মতাদর্শের দোষ নয়। 
৪০। এগুলি কি দ্বীন ও শরিয়তের     নামে ভণ্ডামি নয়উঃ ৩৯নং প্রশ্নের উত্তর দেখুন। 
৪১। মুসলমানদের আল্লাহ এক নবী এককুরআন এককেবলা এক এবং একই তাদের ধর্মকর্ম রীতি- নীতি। সুতরাং তাদের মুক্তি ও কল্যাণের পথ হচ্ছে মাত্র একটিই। যা ইসলামসিরাতে মুস্তাকীম বা তরিকায়ে মুহাম্মাদী। উত্তর: প্রথমত, আল্লাহুতালা নিঃসন্দেহে এক  অদ্বিতীয়। কিন্তু নবী কি এক? (নাঊজুবিল্লাহি মিন জালিক) যারা বলবে নবী এক – তারা কাফের। কেননানবীগণের (আলাইহিমুস সলাতু ওয়াস সালাম) সংখ্যা এক লাখ চব্বিশ হাজার বা দু’ লাখ চব্বিশ হাজার। আপনারা যে কাফের – এ কথায়ই তার প্রমাণ। কেননাআপনারা মাত্র একজন নবী ছাড়া বাকিদের নবুয়ত অস্বীকার করেছেন! দ্বিতীয়তআল-কুরআন এক বটে। কিন্তু হাদীছের কিতাবতো শত শত! অথচ এ পরম সত্যটি আপনারা হঠকারিতা করে চেপে গেছেন। কাজেইহাদীছের কিতাব শত শত হতে পারলেমাযহাব ৪টি হলে দোষ কী? তৃতীয়তকেবলা মানেঅভিমুখ। সকল ইবাদতের কেবলা একটি বা কাবা শরীফ নয়। নবীজী ফরজ নামাজ আদায় করে মুক্তাদিদের দিকে ফিরে দোয়া করতেন। সুতরাং এখানে ইমামের দোয়ার কিবলা হচ্ছেমুক্তাদি। তেমনি, কবর জিয়ারতে কবরের দিকে ফিরে দোয়া করা সুন্নত (মিশকাত:১৬৩১ ও তিরমিযী)। সুতরাং এখানে জিয়ারতকারীর কেবলা হলোকবর। তেমনিখতীব মুসল্লীদের দিকে ফিরে খুতবা দেন এবং বক্তা বা ওয়ায়েজ শ্রোতাদের
দিকে ফিরে বক্তব্য রাখেন। সুতরাং এখানে তাঁদের কেবলা মুসল্লীগণ এবং শ্রোতামন্ডলী। ক্লাশে শিক্ষক ও শিক্ষার্থীরা মুখোমুখি থাকেন। এখানে একে অপরের কেবলা। তেমনি, মুরীদানের কেবলা তাঁদের পীর সাব।সুতরাং কেবলা একটি নয়বরং ক্ষেত্র 
বিশেষে ভিন্ন ভিন্ন হয়। চতুর্থতআল-কুরআনের ব্যাখ্যা ও হাদীছ শরীফের ভিন্নতার কারণেই ফিকাহের শাখা-প্রশাখায় ভিন্নতা এসেছে। এ সহজ কথাটা যারা বোঝে না – তারা প্রথম স্তরের গাধা। পঞ্চমতমাযহাব সম্পর্কে উপরের প্রশ্নগুলোর উত্তরেরই খোলাখুলি আলোচনা করেছি। তাই, এখানে আর চর্বিত চর্বণ করছি না। ইমাম বুখারীইমাম মুসলিম প্রমুখ তাঁদের কিতাবে কিছু
কথা লিখে দাবি করেছেন যে, এগুলো নবীজীর (আলাইহিস সলাতু ওয়াস সালাম) বাণী! কিন্তু এর প্রমাণ কীতথাকথিত আহলে হাদীছ সম্প্রদায় বা লা মাযহাবীরা কোনো প্রমাণ ছাড়াই ইমাম বুখারী-মুসলিমদের অন্ধ অনুসরণ করে। অথচ তাঁদের ব্যাপারে আল্লাহুতালা, নবীজী, কোনো সাহাবীতাবেঈ, এমনকি তাবে তাবেঈন পর্যন্ত কোনো ভবিষ্যদ্বাণী করেন নি! তাছাড়ামারাত্মক কথা হচ্ছে, সিহাহ সিত্তাহ ফেতনার যুগে সংকলিত হয়েছে। অথচ ৪ মাযহাবের জন্ম হয়েছে প্রসিদ্ধ ৩ যুগে। আর তাই, মাযহাবের মুজতাহিদগণ যেসব হাদীছ গ্রহণ বা প্রত্যাখ্যান করেছেন  সেসব যাঁর যাঁর মাযহাবীদের কাছেও গ্রহণযোগ্য বা প্রত্যাখ্যাত; সিহাহ
সিত্তাহর সংকলকগণ যাই বলে থাকুন না কেন। সাফ কথামাযহাবের ইমামগণের কাছে সিহাহ সিত্তাহর সংকলকগণ জাহাজের মোকাবেলায় ডিঙির মতো। আর মাযহাব ৪০০ হিজরী হয়েছে  এটা ডাহা মিথ্যে কথা। আমি উপরে দেখিয়েছি যে, ইমামে আযম নিজে নিজের মাযহাব দাবি করেছেন। ষষ্ঠতসিহাহ সিত্তাহ ফেতনা যুগে সংকলিত হয়েছে। আর তাইমাযহাব বাদ দিয়ে  সিহাহ সিত্তাহর অনুসরণ করা মানে, ফেতনারই অনুসরণ করা। আপনি (প্রশ্নকারী) চার মাযহাবের ইমামগণের জন্ম ও ওফাতের সন বলেছেন। অথচ সিহাহ সিত্তাহর সংকলকদেরটা বলেছেননি! কেন? থলের বিড়াল বের হয়ে পড়বে বলে? তাছাড়াআপনি  ইমাম মালিকের জন্ম তারিখ ভুল দিয়েছেন। সঠিক হচ্ছে৯৩ হিজরী। সিহাহ সিত্তাহর সংকলকদের জন্ম চার মাযহাবের ইমামগণের অনেক পরে।  তাঁদের জীবনকাল হচ্ছেইমাম বুখারী (১৯৪-২৫৬ হিজরী)ইমাম মুসলিম (২০৪-২৪২ হিঃ)ইমাম
নাসায়ী (২১৫-৩০৩ হিজরী), ইমাম তিরমিযী (২০৯-২৭১ হিঃ)ইমাম আবূ দাউদ (২০২-২৭৫ হিঃ) ও ইমাম ইবনে মাজা (২০৯-২৭৩ হিঃ)। সুতরাং যদি বলা হয়: চার ইমামের আগে ইসলাম ও মুসলমান ছিলো। তখন তাদের করো মত ও পথের 
দরকার হয় নি। এখনো দরকার নাই। তখনো মুসলমানদের কাছে কুরআন- হাদীস ছিলো। এখনো আছে। কাজেই, কুরআন ও সহীহ হাদীসই যথেষ্ট। তাহলেআমরাও বলতে পারি যে, সিহাহ সিত্তাহ সংকলনের আগেও কুরআন-হাদীছইসলাম ও মুসলমান
ছিলো। তখন সিহাহ সিত্তাহর দরকার হয় নিএখনো দরকার নেই। কাজেই, তখনকার হাদীছের কিতাবগুলো খুঁজে বের করেন।
নইলে, মাযহাব ছাড়া উপায় নেই। কেননা, আবারো বলছিসিহাহ সিত্তাহ বা আলাদা হাদীছগুলো মাযহাবের পরে ফেতনার যুগে সৃষ্ট হয়েছে। আশা করিআপনি আপনার উস্তাদসহ আপনার জ্ঞাতি ভাইদের নিয়ে আমাদের যুক্তিগুলো খন্ডন করবেন। ধন্যবাদ ।



No comments:

Post a Comment